ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন সফর শেষে বিমান বাহিনী প্রধান ফিরেছেন

প্রকাশিত: ০৫:৪৬, ১২ সেপ্টেম্বর ২০১৬

চীন সফর শেষে  বিমান বাহিনী  প্রধান  ফিরেছেন

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার ১০ দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। চীনের পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৩০ আগস্ট ১০ দিনের জন্য চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিমান বাহিনী প্রধান। সফরকালে বিমান বাহিনী প্রধান ২ সেপ্টেম্বর শুক্রবার চীনের ন্যাশনাল ডিফেন্স মিনিস্টার চ্যাং ওয়ানকুয়ান এবং চীনের পিএলএ এয়ারফোর্সের কমান্ডার জেনারেল মা শিয়াওতিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স¦ার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। তিনি পিএলএ এয়ারফোর্সের সদর দফতর পরিদর্শনে গেলে তাকে একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। চীন সফরকালে বিমান বাহিনী প্রধান অন্যান্য উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত করেন এবং বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের চীন সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। -আইএসপিআর
×