ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২০ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে সংবর্ধনা

প্রকাশিত: ০৫:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

২০ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর  মুখ্য সচিবকে  সংবর্ধনা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রে বসবাসরত নবগঠিত ময়মনসিংহ বিভাগের প্রবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে সংবর্ধনা জানাবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে আসবেন মুখ্য সচিব। আগামী ২০ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ সংবর্ধনা সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ১০ সেপ্টেম্বর শনিবার। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার নেতৃবৃন্দ এতে অংশ নেন। দেশের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজের জন্য জামালপুরের কৃতী সন্তান আবুল কালাম আজাদকে প্রবাসে ময়মনসিংহ বিভাগবাসী এ সংবর্ধনার উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে কম্যুনিটি লিডার মোর্শেদা জামানকে (জামালপুর) আহ্বায়ক, এ কে এম ফরিদ আহমেদকে (ময়মনসিংহ) সদস্য সচিব এবং মো. আবুল কাশেমকে (শেরপুর) প্রধান সমন্বয়কারী করে সংক্ষিপ্ত একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যের মধ্যে রয়েছেন আবু ইসলাম খান বিটু, মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু, অসীম দে শংকর, নাহিদ রায়হান লিখন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলমগীর খান এবং লাবলু আনসার। সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হবে ‘ময়মনসিংহ বিভাগবাসী’র শিরোনামে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর মধ্যে ময়মনসিংহ বিভাগের আরও যারা থাকবেন তাদেরকেও এ অনুষ্ঠানে অতিথি হিসেবে সম্মান জানানো হবে।
×