ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা ও গাজীপুরের চিকিৎসক-নার্সের ছুটি অনিবার্য কারণে বাতিল

ঈদের ছুটিতে সরকারী হাসপাতালে বিশেষ রোস্টার করার নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৩, ১২ সেপ্টেম্বর ২০১৬

ঈদের ছুটিতে সরকারী হাসপাতালে বিশেষ রোস্টার করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটির সময় সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীদের স্বাভাবিক চিকিৎসা অব্যাহত রাখতে বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে। আর ২৪ ঘণ্টা জরুরী বিভাগ ও অপারেশন থিয়েটার খোলা থাকবে। তবে ঈদের দিন ও পরের দিন বহির্বিভাগের চিকিৎসাসেবা সীমিত পরিসরে চলবে। বিশেষ টিম চিকিৎসাসেবা তদারকি করবে। আর টঙ্গীর মর্মান্তিক দুর্ঘটনার কারণে ঢাকা ও গাজীপুরের সকল সরকারী চিকিৎসক ও নার্সের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম সাদি জনকণ্ঠকে জানান, ঈদের ছুটিতেও প্রতিটি সরকারী হাসপাতালে স্বাভাবিক চিকিৎসাসেবা চালু থাকে। এবারও ব্যতিক্রম ঘটবে না। ঈদের বিষয়টি বিবেচনায় নিয়ে সকল চিকিৎসক-নার্স ও কর্মচারী যাতে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য ঈদের দিন ও পরের দিন বহির্বিভাগের চিকিৎসাসেবা একটু সীমিত করা হয়েছে। তিনি জানান, স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে দেশের প্রত্যেক সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। এছাড়া প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে চিকিৎসাসেবা দিতে নিজেদের প্রয়োজন অনুযায়ী রোস্টার তৈরি করতে বলা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় ওষুধ, ডাক্তার, নার্স ও সুসজ্জিত এ্যাম্বুলেন্স এবং মেডিক্যাল টিম নিয়োজিতসহ প্রাথমিক চিকিৎসার পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতি জেলার সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে। ঈদের পরেও হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স ও কর্মচারীরা ছুটিতে থাকবেন। কমে যাবে জনবল। আর জনবল কমে গেলে সরকারী হাসপাতালগুলোর স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে রাজধানীর সরকারী হাসপাতাল সূত্র বলছে, এবার ঈদের ছুটিতেও স্বাভাবিক চিকিৎসেবা অব্যাহত থাকবে। ঈদের ছুটির মধ্যেও রোগীদের স্বাভাবিক সেবা দিয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। বন্ধের দিনগুলোয় রোগীদের সুবিধার্থে এ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের ইনডোর সেবাসমূহ ও জরুরী বিভাগসমূহ যথারীতি চলবে। বন্ধের দিনগুলোতে বিভিন্ন বিভাগের ওয়ার্ডস ও কেবিনে যাতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স চিকিৎসাসেবায় নিয়োজিত থাকেন সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ইতোমধ্যে একাধিক সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। স্বাভাবিক চিকিৎসাসেবা চালু রাখার কথা জানিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জনকণ্ঠকে বলেন, ঈদ সামনে রেখে ঢাকা মেডিক্যালে চিকিৎসাসেবায় সামান্য পরিবর্তন আসতে পারে। তবে স্বাভাবিক চিকিৎসাসেবা অব্যাহত থাকবে। স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি বিভাগের জন্য পৃথক পৃথক রোস্টার তৈরি করা হয়েছে। অপারেশন থিয়েটার চালু থাকবে। বিশেষ টিম চিকিৎসাসেবা তদারকি করবে। তিনি স্বীকার করেন, ঈদে কিছুসংখ্যক চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী ছুটিতে যেতে পারেন। কিন্তু অবস্থার প্রেক্ষিতেই চিকিৎসাসেবার কৌশল সাজানো হয়েছে বলে তিনি জানান। ২৪ ঘণ্টা চিকিৎসেবা চালু রাখার ব্যবস্থা নেয়া হয়েছে নগরীর স্যার সলিমুল্লাহ মিটফোর্ড। মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও। হাসপাতালের কর্মকর্তারা জানান, ঈদের ছুটিতে স্বাভাবিক চিকিৎসাসেবা অব্যাহত রাখার সব ধরনের ব্যবস্থা করে রেখেছি আমরা। ওই সময় চিকিৎসকের সংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই।
×