ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৬

প্রতিবাদ

গত ২৬ আগস্ট দৈনিক জনকণ্ঠে ‘রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ শাহেদ। তিনি বলেন, ঘটনাটি সাজানো। জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করার মতো ধৃষ্টতা ও স্পর্ধা আমার তথা এতদাঞ্চলে কারো নেই। আমরা সপরিবারে আওয়ামী লীগ অনুসারী। বগুড়ায় ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আরিফুল ইসলাম (২৪) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (২০)। তারা তালোড়ার দেবখ- মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দম্পত্তি তালোড়া রেলস্টেশনের দুই কিলোমিটার মধ্যে দেবখ- রেলসেতুর অদূরে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। অনন্ত জলিলের ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১১ সেপ্টেম্বর ॥ সিংড়ায় বন্যা, ঝড়, অগ্নিকা- ও সড়ক দুর্ঘটনাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিল ও তার সহধর্মিণী চিত্রনায়িকা বর্ষা। রবিবার দুপুরে অনন্ত জলিলের ব্যক্তিগত অর্থায়নে পৌর কমিউনিটি সেন্টারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এ সময় সিংড়ার চলনবিলে শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিংসা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন অনন্ত জলিল। পালিয়ে বিয়ে থেকে রক্ষা নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১১ সেপ্টেম্বর ॥ গণধর্ষণের শিকার স্কুলছাত্রী (১৪) সালিশ থেকে পালিয়ে ধর্ষকের সঙ্গে বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। শনিবার সন্ধ্যায় চাকুয়া গ্রামের জব্বার মিয়ার বাড়িতে সালিশ বসে। সালিশে সিদ্ধান্ত হয় ধর্ষক রুবেলের সঙ্গে ধর্ষিতার বিয়ে হবে। অপর ধর্ষক ওয়াহেদকে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় ও থানা পুলিশ বাবদ খরচ দুইজনে সমান সমান দিবে। কাজিও ডেকে আনা হয়। ধর্ষকের পক্ষের লোকজন বিয়ের বাজার করতে বকুলতলা বাজারে গেলে ওই ছাত্রী কৌশলে পালিয়ে গিয়ে ধর্ষকের সঙ্গে বিয়ের হাত থেকে রক্ষা পায়।
×