ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোরবানির হাটে কালো ছাগলের চাহিদা বেশি

প্রকাশিত: ০৫:৩৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

কোরবানির হাটে কালো ছাগলের চাহিদা বেশি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১১ সেপ্টেম্বর ॥ মেহেরপুরের কালো ছাগলের সুনাম ও চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। এ জাতের ছাগলের মাংস খেতে যেমন সুস্বাদু, তেমনই বিশ্বে এ ছাগলের চামড়ার কদরও রয়েছে বেশ। এ জাতের ছাগল সবচেয়ে বেশি পালন করা হয়ে থাকে মেহেরপুরে। প্রাকৃতিক নিয়মে এ ছাগল পালন করে লাভবান হওয়ায় এখানে দিন দিন বাড়ছে ‘ব্ল্যাক বেঙ্গল গোট’ পালনকারীর সংখ্যা। সারা বছরের তুলনায় কোরবানি ঈদে এ ছাগলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও ক্রেতার ভিড় জমে জেলার হাটগুলোতে। এবারও তার কোন ব্যত্যয় ঘটেনি। প্রাণিসম্পদ বিভাগের হিসেব মতে, জেলার তিন উপজেলায় এবার ১৩৯টি বাণিজ্যিক খামার ও দেড় হাজার পারিবারিক খামারে পালন করা হয় ১লাখ ৭৯ হাজার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এর মধ্যে কোরবানির জন্য প্রস্তুত করা হয় ৫২ হাজার ছাগল। এদিকে কৃত্রিম উপায়ে কোন মোটাতাজকরণ ছাগল যাতে হাটে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে বসানো হয় মেডিক্যাল টিম। মেহেরপুর প্রাণিসম্পদ বিভাগ সূত্র জানায়, জেলায় এবার ১৩৯টি বাণিজ্যিক খামার ও দেড় হাজার পারিবারিক খামারে পালন করা ১ লাখ ৭৯ হাজার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মধ্যে কোরবানির জন্য প্রস্তুত করা হয় ৫২ হাজার ছাগল। রাজধানী ঢাকা ও চট্টগামসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এ জাতের ছাগল কিনতে ভিড় জমিয়েছে জেলার হাটগুলোতে। তার এখান থেকে ছাগল কিনে বিক্রি করেন দেশের বিভিন্ন জেলায়।
×