ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারীর ক্ষমতায়ন বাড়াতে র‌্যালি

প্রকাশিত: ০৫:৩৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

নারীর ক্ষমতায়ন বাড়াতে র‌্যালি

শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়িয়ে তাদের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে পঞ্চগড়ে সম্প্রতি সাইকেল র‌্যালি করেছে দুরন্ত বাইসাইকেল। ‘তুমি এগিয়ে গেলে, এগিয়ে যাবে বাংলাদেশ’- স্লোগানকে সামনে রেখে ৪ কিলোমিটারব্যাপী র‌্যালিতে জেলার ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ ছাত্রী অংশগ্রহণ করে। র‌্যালিটি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ৪ সেপ্টেম্বর এ র‌্যালিটি অনুষ্ঠিত হয়। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে র‌্যালিতে আসা ওইসব ছাত্রী সমাজের পিছিয়ে পড়াদের নিয়ম ভেঙ্গে দল বেঁধে বাইসাইকেলে চেপে নিয়মিত স্কুলে যাতায়াত করে। দুরন্ত বাইসাইকেলের বিপণন প্রধান চৌধুরী ফজলে আকবর জানান, শিক্ষার্থীদের আত্মনির্ভশীল করতে এ আয়োজন। এ সময় জেলা প্রশাসক অমল কৃষ্ণ ম-ল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা শংকর কুমার ঘোষ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শহিদুল আলম ও দুরন্ত বাইসাইকেলের সহকারী ব্র্যান্ড ম্যানেজার এএম রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে দুরন্ত বাইসাইকেলের পক্ষ থেকে ২০ ছাত্রীকে একটি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। Ñবিজ্ঞপ্তি
×