ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত আট ॥ আহত ২৩

প্রকাশিত: ০৫:৩৪, ১২ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত আট ॥ আহত ২৩

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার রাত ও রবিবার বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আট নারী-পুরুষ। আহত হয়েছে ২৩ জন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর। টাঙ্গাইল ॥ ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে চলাচল করছে। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। ঘন ঘন সড়ক দুর্ঘটনা ও ফিটনেসবিহীন যানবাহন চলাচলের কারণেও মহাসড়কে যানজট লাগছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। এদিকে মহাসড়কের তিনটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পাবনা ॥ বেড়া উপজেলার কাশিনাথপুরে বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহফুজা খাতুন (২১) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মাহফুজা পাইকপাড়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে। রবিবার দুপুরের দিকে উপজেলার কাশীনাথপুর মোড়ে এই ঘটনা ঘটেছে। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকা পৌরসদরে শনিবার রাতে রাস্তা পারাপারের সময় বাস চাপায় কাজল দেবনাথ (৫০) নিহত হয়েছে। সাভার ॥ ধামরাইয়ে ডাব বোঝাই পিকআপ ভ্যান খাদে পড়ে ব্যবসায়ী হারুন মিয়া নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহত হারুন রাজবাড়ী সদর থানা এলাকার চাঁন মিয়ার ছেলে। রবিবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া ॥ রবিবার বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়রাদীঘিতে ট্রাক ও ভটভটির সংঘর্ষে ওমেদ আলী (২৮) নিহত হয়েছে। এতে এক নারীসহ তিন জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দরের নাঙ্গলবন্দ এলাকায় ট্রাক যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দেয়। এতে সখিনা বেগম (২২) নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শাহাবুদ্দিন মিয়াসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১টায়। লক্ষ্মীপুর ॥ সদর উপজেলার বটতলী এলাকায় রায়পুর-ঢাকা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (২৫) নারী নিহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় বলে পুলিশ জানায়।
×