ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত্তিকা ফাউন্ডেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:৩২, ১২ সেপ্টেম্বর ২০১৬

মৃত্তিকা ফাউন্ডেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকা ফাউন্ডেশনের নবনির্বাচিত নির্বাহী পরিষদের (২০১৬-২০১৮) অভিষেক উপলক্ষে সম্প্রতি বনানীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মৃত্তিকা ফাউন্ডেশনের সভাপতি, লেখক ও নাট্যকার লিপি মনোয়ার। অনুুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন লেখক, নাট্যকার ও নির্মাতা মোহন খান, অভিনেতা বাবুল আহমেদ, নির্মাতা চয়নিকা চৌধুরী, টেলিভিশন প্রডিউসার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার পাঠান প্রমুখ। মৃত্তিকার নবনির্বাচিত পরিষদ (২০১৬-২০১৮) এর সভাপতি লিপি মনোয়ার ও মহাসচিব শামীম আহমেদসহ মোট ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। মৃত্তিকা দেশের সুবিধাবঞ্চিত, অসহায় দরিদ্র নারী ও শিশুদের সহায়তায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দরিদ্র নারীদের স্বাবলম্বী করণে, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় ঢাকা ও ঢাকার বাইরে কাজ করে যাচ্ছে। সভায় মৃত্তিকার বিগত কয়েক বছরের কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। সবশেষে মৃত্তিকার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবগঠিত মৃত্তিকা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন সভাপতি লিপি মনোয়ার, সহ-সভাপতি পারভীন আহমেদ পারু, মহাসচিব শামীম আহমেদ, যুগ্ম মহাসচিব মোরশেদা নাসির, অর্থ সচিব এলমুন নাহার পপি, দফতর সানজিদা খান, প্রকাশনা জমির উদ্দিন সায়মন, প্রচার সম্পাদক নাজিয়া জাহান শম্পা। নির্বাহী সদস্যরা হলেন, ড. মাজেদা রশিদ শিরিন, ফেরদৌসী বেগম গিতালী, রুমান রুনি, হারুনুর রশিদ, শিল্পী সাহা, জেসমিন আহমেদ জেসী, ডা. রওশন আজাদ কণিকা, শারমিন রওশন লিথি, সানজিদা কোয়েল।
×