ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিরুদ্ধে আশরাফ গনির হুঁশিয়ারি

ওয়াগা ব্যবহার করতে না দিলে ট্রানজিট বন্ধ করে দেব

প্রকাশিত: ০৫:২৭, ১২ সেপ্টেম্বর ২০১৬

ওয়াগা ব্যবহার করতে না দিলে ট্রানজিট বন্ধ করে দেব

পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যে আফগান ব্যবসায়ীদের ওয়াগা সীমান্ত ব্যবহারে অনুমতি না দিলে মধ্য এশীয় দেশগুলোতে যাওয়ার আফগান ট্রানজিট রুট পাকিস্তানের জন্য বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে কাবুল। স্থানীয় মিডিয়া শনিবার এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি শুক্রবার আফগানিস্তান ও পাকিস্তানে নিযুক্ত ব্রিটেনের বিশেষ দূত ওয়েন জেনকিনসের সঙ্গে এক বৈঠকে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গনির এ বিবৃতি আফগান প্রেসিডেন্টের সরকারী ওয়েবসাইটে পশতু ভাষায় পোস্ট করা হয়েছে। তিনি বিবৃতিতে বলেন, আফগানিস্তান চায় অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বিঘœ সৃষ্টি করছে এমন সমস্ত খুঁটিনাটি সমস্যা দূর করতে হবে পাকিস্তান ও এ অঞ্চলের অন্য দেশগুলোকে। কিন্তু ইসলামাবাদ ফলের মৌসুমে সাধারণত বন্ধ করে দেয় ট্রানজিট রুটগুলো। তিনি বলেন, এতে আফগান ব্যবসায়ীদের লাখ লাখ ডলার ক্ষতির শিকার হতে হচ্ছে। প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের কাছে আন্তর্জাতিক বাণিজ্যের অনেক বিকল্প রয়েছে। ভারত ফল রফতানির জন্য আফগান ব্যবসায়ীদের আর্থিক শুল্ক সংক্রান্ত সুবিধা দিতে রাজি হয়েছে। আফগান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়, কাবুল ওয়াগা সীমান্ত পথ দিয়ে ভারতীয় সীমান্ত শহর আতারিতে পণ্য সরবরাহে পাকিস্তানের সংশ্লিষ্ট স্থলপথ ব্যবহারের জন্য দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তারা বলেন, নয়াদিল্লীর সঙ্গে অবনতিশীল সম্পর্কের কারণে পাকিস্তান এ ধরনের অনুমতি দিতে আগ্রহী নয়। আফগান সূত্রের খবরে বলা হয়, আফগানিস্তানের পণ্য, বিশেষ করে তাজা ফল ওয়াগায় আটকে দেয়া হয় এবং সেগুলো সরাসরি আতারিতে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয় না। যেগুলো অন্য যানবাহনে তুলে আতারিতে নিয়ে যেতে হয়। ফলে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি বহু ফল নষ্ট হয়ে যায়। প্রেসিডেন্ট আশরাফ গনি জেনকিনসের সঙ্গে বৈঠকে সন্ত্রাসে মদদ দেয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আবারও অভিযোগ আনেন। এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া শনিবার বলেছেন, পাকিস্তান আফগান ব্যবসায়ীদের ওয়াগা সীমান্তের মাধ্যমে ভারতে তাদের পণ্য রফতানি বন্ধ করে দেয়নি। তিনি বিবিসির উর্দু সার্ভিসকে বলেন, পাকিস্তান ট্রানজিট সুবিধা প্রদানের মাধ্যমে আফগানদের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পূরণ করছে।
×