ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে এরশাদ ১ অক্টোবর থেকে নির্বাচনী প্রচারে নামছে জাপা

প্রকাশিত: ০৫:২২, ১২ সেপ্টেম্বর ২০১৬

রংপুরে এরশাদ ১ অক্টোবর থেকে  নির্বাচনী প্রচারে  নামছে জাপা

সংবাদদাতা, রংপুর, ১১ সেপ্টেম্বর ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের লক্ষ্য নিয়ে ১ অক্টোবর থেকে নির্বাচনী প্রচারে নামবে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। পুণ্যভূমি সিলেট থেকে ১ অক্টোবর প্রচার কার্যক্রম শুরু করা হবে। ৩ দিনের রংপুর সফরে গিয়ে রবিবার তার নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন সাবেক রাষ্ট্রপতি, সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নিজ এলাকায় পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপন করতে তিনি এ সফরে আসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার এবং সরকার গঠনের। জাতীয় পার্টি সে লক্ষ্য নিয়ে কাজ করছে। জাতীয় পার্টি অতীতে ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি জনগণের কাছে পরীক্ষিত বন্ধু। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করব। এরশাদ বলেন, জাতীয় পার্টি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে। দেশের বর্তমান জঙ্গী তৎপরতা ও জঙ্গী দমন সম্পর্কে তিনি বলেন, জঙ্গী তৎপরতা ও জঙ্গী দমনে সরকার কি করছে তা তো সাংবাদিকরাই ভাল জানেন। সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও কবর সরিয়ে নেয়ার যে সরকারী উদ্যোগ তা তিনি কিভাবে দেখছেন এমন প্রশ্নে তিনি কোন সরাসরি উত্তর না দিয়ে বলেন, এটি সরকারের সিদ্ধান্ত। এ নিয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। গত শনিবার টঙ্গীতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা নিয়ে এরশাদ বলেন, এটি দুঃখজনক। এতগুলো লোকের প্রাণহানী কষ্টকর। তাদের অকাল মৃত্যুতে পরিবারের অপূরণীয় ক্ষতি হলো। তিনি নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আর যেন এমন ঘটনা না ঘটে সে জন্য আগাম প্রস্তুতি নেয়া দরকার। তিনি রপুরে পৌঁছলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরশাদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জিএম. কাদের, পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর কমিটির আহ্বায়ক সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ নেতাকর্মীরা।
×