ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৫:২২, ১২ সেপ্টেম্বর ২০১৬

নীলফামারীতে বিদ্যুতের  তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পল্লী বিদ্যুতের সংযোগকৃত সেচ যন্ত্রের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের দোলাপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত কৃষক আনছার আলী (৫৫) কালিকাপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম ও পারিবারিক সূত্রে জানা যায়, আনছার আলী ঘটনার দিন বিকেল ৪টার দিকে গরুর ঘাস সংগ্রহের জন্য দোলাপাড়া যায়। সেখানে গ্রামের মামুন নামে এক ব্যক্তির সেচযন্ত্রের সংযোগ ছিল খোলা তারে বাঁশের খুঁটিতে। খুঁটিটি কয়েকদিন আগে ভেঙ্গে পড়লেও তা মেরামত করা হয়নি এবং ওভাবে পড়ে ছিল। আনছার আলী ঘাস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। পল্লী বিদ্যুত সমিতি খবর দিয়ে বিদ্যুত লাইন বন্ধ করে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
×