ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মা-বাবার সঙ্গে ঈদ করা হলো না হবিগঞ্জের তাহমিনা ও রোজিনার

প্রকাশিত: ০৫:১৬, ১২ সেপ্টেম্বর ২০১৬

মা-বাবার সঙ্গে ঈদ করা হলো না হবিগঞ্জের তাহমিনা ও রোজিনার

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ তাহমিনা ইয়াসমিন ও রোজিনা জেসমিন আপন দু’বোন। কথা ছিল, ঈদ-উল-আযহার আগের দিন নিজ বাড়ি হবিগঞ্জের ঘনশ্যামপুরে আসবেন তারা। নতুন জামাকাপড় পরে মহাআনন্দে ঈদ করবেন পরিবারের সকল সদস্যের সঙ্গে। তারা আসল ঠিকই, তবে বাক্সবন্দী লাশ হয়ে। লাশ আসার পর বাড়িতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়, সকলের চোখে মুখে বিষাদের ছায়া। গাজীপুরের টঙ্গী ট্যাম্পাকো ফয়েলস কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকা- কেড়ে নেয় ২২ ও ১৯ বছর বয়সী এই দুই বোনের প্রাণ। জানাগেছে প্রায় সাত বছর আগে পরিবারের আর্থিক অসচ্ছলতা কাটাতে টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডে শ্রমিকের কাজ নেন তাহমিনা ও রোজিনা। অক্লান্ত পরিশ্রম করে নিজের ও পরিবারের সকল সদস্যের ভাগ্যের অনেকটাই পরিবর্তন ঘটান তারা। কিন্তু শনিবার ওই কারখানার বয়লার বিস্ফোরণে আকস্মিক অগ্নিকা-ের ঘটনায় তাহমিনা ও রোজিনা একসঙ্গে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে যান ঢাকায়। রবিবার ভোরে এই দুই বোনের মরদেহ বাক্সবন্দি হয়ে নিজ বাড়ি হবিগঞ্জের ঘনশ্যামপুরে পৌঁছে। এ সময় তাদের বাড়িসহ পুরো এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাবা-মা আর উপস্থিত শত শত লোকের গগনবিদারী চিৎকার আর চোখের জলে পরিবেশে ভারি হয়ে ওঠে। তাহমিনা ও রোজিনার বাবা আনিস মিয়া ও মা বার বার মুর্ছা যাচ্ছেন। রবিবার সকাল সাড়ে নয়টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই বোনকে দাফন করা হয়।
×