ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ বছর নৌ দুর্ঘটনা থেকে রক্ষা পেতে চাই ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫১, ১১ সেপ্টেম্বর ২০১৬

এ বছর নৌ দুর্ঘটনা থেকে রক্ষা পেতে চাই ॥  নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ও রাজবাড়ী, ১০ সেপ্টেম্বর ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১৬ সালকে আমরা নৌ দুর্ঘটনামুক্ত বছর ঘোষণা করেছি। আমরা নৌ দুর্ঘটনা থেকে রক্ষা পেতে চাই। আল্লাহর রহমতে ৯ মাস ভালই কেটেছে। বাদবাকি মাসগুলো পার হলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-শরীয়তপুর হরিণা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন মন্ত্রী। এদিন তিনি রাজবাড়ীর দৌলতদিয়ায় ভাঙ্গনকবলিত ফেরিঘাটও পরিদর্শন করেন। সারাদেশে নৌপথে চলাচলকারী যাত্রীদের ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেন, প্রতি বছর যাত্রীদের জন্য আমরা যেরূপ ব্যবস্থা করেছি, এ বছরও তাই করা হয়েছে। তবে সদরঘাটে নৌ কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যারা শিশু ও বৃদ্ধদের লঞ্চে ওঠার জন্য সহায়তা করছে। এদিকে মন্ত্রী শাজাহান খান অবিলম্বে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে দৌলতদিয়া ফেরিঘাটগুলোতে জিওব্যাগ ফেলে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে ঘাটগুলো টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি শনিবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়ায় ভাঙ্গনকবলিত ফেরিঘাট পরিদর্শনকালে এ নির্দেশ দেন।
×