ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ত্র ও ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে শীর্ষ সন্ত্রাসী নাইমুর গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৭, ১১ সেপ্টেম্বর ২০১৬

 নারায়ণগঞ্জের বন্দরে  শীর্ষ সন্ত্রাসী  নাইমুর  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১০ সেপ্টেম্বও ॥ নারায়ণগঞ্জের বন্দর থেকে র‌্যাব-১১ সিপিএসসি’র সদস্যরা শীর্ষ সন্ত্রাসী নাইমুর রহমানকে (২৩) ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শূটারগান, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের ৫০ হাজার ৭০ টাকাসহ গ্র্রেফতার করেছে। এ সময় রাজু আহম্মেদ (৩২) নামে নাইমুর রহমানের এক সহযোগী পালিয়ে গেছে। শনিবার রাত ৯টায় মদনপুর এলাকা থেকে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় নাইমুরকে গ্রেফতার করা হয়। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত নাইমুর রহমান এলাকার চিহ্নিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী। সে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
×