ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজিমপুরে জঙ্গী আস্তানায় অভিযান ॥ গুলশান হামলাকারীদের আশ্রয়দাতা নিহত, ৩ নারী আহত

প্রকাশিত: ০৮:২২, ১১ সেপ্টেম্বর ২০১৬

আজিমপুরে জঙ্গী আস্তানায় অভিযান ॥ গুলশান হামলাকারীদের আশ্রয়দাতা নিহত, ৩ নারী আহত

স্টাফ রিপোর্টার ॥ কল্যাণপুর ও নারায়ণগঞ্জের পর এবার রাজধানীর আজিমপুরে সান্দেহভাজন জঙ্গী আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে এক জঙ্গী নিহত এবং গুলিবিদ্ধ একজনসহ তিন নারী জঙ্গী আহত হয়েছে। অভিযানে পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার আজিমপুরে ২০৯/৫ পিলখানা রোডের বাড়িতে চালানো এই অভিযানে নিহত ব্যক্তির সঙ্গে গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় হামলা চালানো জঙ্গীদের আশ্রয়দাতা করিমের চেহারার সঙ্গে মিল রয়েছে এবং আহত তিন নারীর মধ্যে কয়েকদিন আগে নিহত জঙ্গী সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল ইসলামের স্ত্রী রয়েছেন বলে ধারণা করছে পুলিশ। অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গীবিরোধী অভিযান অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় মিরপুরের রূপনগরে নিহত মেজর জাহিদুলের পরিবার লালবাগের আজিমপুরে বসবাস করছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা পুলিশ ওই বাসার দ্বিতীয় তলায় গিয়ে দরজা খুলতে বলে। এ সময় ভেতর থেকে মরিচের গুঁড়া, গুলি ও গ্রেনেড পুলিশের ওপর ছুড়তে থাকে তারা। তখন পুলিশ পাল্টা আক্রমণ করলে ঘটনাস্থলে এক জঙ্গী নিহত ও তিনজন নারী জঙ্গী আহত হয়। গোলাগুলির সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন। অভিযান শেষে ওই বাসা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। একজনের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর, একজনের বয়স ৯ থেকে ১০ বছর ও একজনের বয়স এক বছর।’ আজিমপুরে জঙ্গীদের ওই আস্তানা থেকে চারটি পিস্তল, বেশ কিছু ভিডিও সিডি, চারটি ল্যাপটপ ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান আইজিপি। অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করে। উদ্ধার হওয়া তিন শিশুর মধ্যে নিহত মেজর জাহিদের মেয়ে আছে কি না সাংবাদিকরা জানতে চাইলে শহীদুল হক বলেন, একজন থাকতে পারে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ তিন নারীর মধ্যে মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শীলা আছে কি না এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা ধারণা করছি, জিজ্ঞাসাবাদের পরই নিশ্চিত হওয়া যাবে। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আজিমপুরে ২০৯/৫ পিলখানা রোডের বাড়িতে অভিযান চালায় পুলিশ। রাত সোয়া ৮টা পর্যন্ত পুলিশের সঙ্গে জঙ্গীদের গোলাগুলির ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দিন কোরাইশী রাত সোয়া ৯টায় সাংবাদিকদের জানান, অভিযানে এক পুরুষ জঙ্গী নিহত হয়েছে। আহত হয়েছে তিন নারী জঙ্গী। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল সূত্র জানায়, আজিমপুরের ঘটনার পর রাতে শারমিন (২৫) ও শায়লাসহ (৩৫) গুলিবিদ্ধ তিন নারীকে হাসপাতালে আনা হয়। সেই সঙ্গে পাঁচ পুলিশ সদস্যকেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুজন হাতে ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন। তিনজনের চোখে মরিচের গুঁড়া লেগেছে। বাড়ির কেয়ারটেকার আটক ॥ আজিমপুরের জঙ্গী আস্তানার বাড়ির কেয়ারটেকারকে (তত্ত্বাবধায়ক) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মোঃ ইব্রাহীম খান। শনিবার রাতে আজিমপুরে বিজিবি গেটসংলগ্ন জঙ্গী আস্তানায় অভিযানের পর রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
×