ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিটনেসবিহীন বাস ও লঞ্চ বন্ধের দাবি

প্রকাশিত: ০৮:১৪, ১১ সেপ্টেম্বর ২০১৬

ফিটনেসবিহীন  বাস ও লঞ্চ বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার ॥ ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এবং ফিটনেসবিহীন বাস ও লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার রাজধানীর সেগুনবাগিচার নির্মল সেন হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রতিবছর ঈদ আনন্দযাত্রায় দেশের যাত্রীসাধারণ অবর্ণনীয় দুর্ভোগ, ভোগান্তি, অতিরিক্ত ভাড়া নৈরাজ্যের শিকার হয়। বিগত ঈদ-উল ফিতরে অনেকটা লম্বা ছুটি থাকায় এবং রাস্তাঘাটের অবস্থা অনেকটা উন্নত হওয়ায় কিছুটা স্বস্তিতে যাতায়াতের সুযোগ পেলেও এবারের ঈদযাত্রায় ভোগান্তি ও নৈরাজ্য বেড়েছে। ইতোমধ্যে দেশের সবকটি সড়ক-মহাসড়কে যানজটে নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। মূলত দেশে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায়, ব্যক্তিগত পরিবহন ও ছোট পরিবহন বিশেষ করে রিক্সা, অটোরিক্সা, ব্যাটারিচালিত রিক্সা, নছিমন-করিমন, হিউম্যান হলার, পিকআপভ্যানের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় সড়ক-মহাসড়কে যানজট বৃদ্ধি পাচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
×