ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ের ধারায় বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৬:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৬

জয়ের ধারায় বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলীগায় জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বেয়ার্ন মিউনিখ। শুক্রবার শালকের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। শালকের মাঠ থেকে এদিন তারা ২-০ গোলের জয় নিয়ে এসেছে। গত কয়েক বছর ধরেই বুন্দেসলীগায় উড়ছে বেয়ার্ন মিউনিখ। এবারও তার ব্যতিক্রম নয়। পেপ গার্ডিওলার উত্তরসূরি হিসেবে লীগের প্রথম দুই ম্যাচের দু’টিতেই টানা জয় তুলে নিলেন কার্লো আনচেলত্তি। নিজেদের প্রথম ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনকে ৬-০ গোলে হারিয়ে নতুন মৌসুমের অভিযান শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। আর দ্বিতীয় ম্যাচে শালকের মাঠের জয়টা ২-০ ব্যবধানের। তবে প্রথমার্ধটা গোলশূন্য শেষ করে দুইদলই। ম্যাচের শেষ মুহূর্তের ঝলকে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে গোল করে দলকে প্রথমে এগিয়ে দেন গোলমেশিন খ্যাত রবার্ট লেভানডস্কি। আর ইনজুরি সময়ে বেভারিয়ানদের তিন পয়েন্ট নিশ্চিত করেন তরুণ জার্মান ডিফেন্ডার জোশুয়া কিমিচ। এই ম্যাচ দিয়েই বেয়ার্নের জার্সিতে অভিষেক ঘটে রেনাতো সানচেসের। কিন্তু নিজের প্রথম ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে পারেননি পর্তুগালের এই তারকা ফুটবলার। তবে শেষ পর্যন্ত জয় পাওয়ায় সন্তুষ্ট বেয়ার্নের কোচ আনচেলত্তি। কোচ হিসেবে জুভেন্টাস, এসি মিলান, চেলসি, প্যারিস সেইন্ট জার্মেই এমনকি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে জার্মান ক্লাবটির কোচ হিসেবে দারুণ উপভোগ করছেন তিনি। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘কোচ হিসেবে এখানে আসার কিছুদিন পরই আবিষ্কার করলাম এটাকে বড় একটি পরিবার হিসেবে। এখানে সবসময়ই পারিবারিক পরিস্থিতি বিরাজ করে। প্রত্যেকেই একে অন্যকে দারুণভাবে সহায়তা করে। প্রকৃতপক্ষেই বেয়ার্ন একটি আলাদা ভাবমূর্তি এবং ঐতিহ্যগতভাবেই সমৃদ্ধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লাবের সাবেক খেলোয়াড়দের দ্বারাই এটি পরিচালিত হয়। যা ক্লাবটির অনন্য এক উদাহরণ।’ তবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সবসময়ই চাপের মধ্যে থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে আনচেলত্তির অভিমত হলো, ‘রিয়াল মাদ্রিদের হয়ে আমরা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে উঠেছিলাম। অল্পের জন্য মিস হয়েছে লা লীগা। রিয়াল মাদ্রিদে পরিস্থিতিটা এ রকম যে আপনাকে অবশ্যই জিততে হবে। আমার মাথার মধ্যে এটা (রিয়াল মাদ্রিদে) সবসময়ই কাজ করতো।’ আগামী শনিবার নিজেদের পরবর্তী ম্যাচে ইনগলসতাদের বিপক্ষে মাঠে নামবে বেয়ার্ন মিউনিখ। এ্যালিয়েঞ্জ এ্যারেনায় প্রতিপক্ষকে স্বাগত জানাবে তারা। সেই ম্যাচেও জয়ের বিকল্প নেই মুলার-লেভানডস্কিদের ভাবনায়। জার্মান ফুটবলের সবচেয়ে সফল ক্লাব বেয়ার্ন। এখন পর্যন্ত ২৬ বার লীগ শিরোপা জয়ের রেকর্ড গড়েছে তারা। আর ১০ বার রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। গত মৌসুমে জার্মান লীগের ইতিহাসে প্রথমবারের মতো টানা চারবার লীগের শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে বেয়ার্ন মিউনিখ। পেপ গার্ডিওলার অধীনে এই রেকর্ড গড়ে তারা। এবার শুধুই নিজেদের ছাড়িয়ে যাওয়া।
×