ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাসকিন ও সানি আসছেন আজ

প্রকাশিত: ০৬:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৬

তাসকিন ও সানি আসছেন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং এ্যাকশনের পরীক্ষা শেষে আজ বাংলাদেশে আসছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। এসে দুইজনকেই পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় থাকতে হবে। পরীক্ষা দেয়ার দিন বৃহস্পতিবার থেকেই যে অপেক্ষার শুরু হয়েছে। মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ অপেক্ষা থাকবে। এর আগেও ফলাফল এসে যেতে পারে। এ ফলাফলের অপেক্ষা থাকলেও তাসকিন জাতীয় দলের অনুশীলনে ঠিকই থাকবেন। এখন ক্রিকেটাররা ছুটিতে আছেন। ১৮ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন আবার শুরু হবে। এ অনুশীলনের আগে ফল এসে গেল ভাল। না আসলেও তাসকিন অনুশীলন করবেন। ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। এ সিরিজের জন্য ২০ ক্রিকেটার নিয়ে গড়া পুলে আছেন তাসকিন। তাই চূড়ান্ত দল ঘোষণার আগ পর্যন্ত অনুশীলন করে যাবেন। যদি ফল তাসকিনের পক্ষেই থাকে, বোলিং এ্যাকশন শুদ্ধ হয়ে যায়; তাহলে চূড়ান্ত দলেও থাকবেন এ পেসার। তখন আফগানিস্তান, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও খেলবেন। আর যদি ফলাফল বিপক্ষে থাকে, তাহলে চূড়ান্ত দলে থাকবেন না তাসকিন; এটাই স্বাভাবিক। তাসকিন জাতীয় দলের পুলে থাকলেও সানি তাতে নেই। ২০ ক্রিকেটারের পুলে রাখা হয়নি সানিকে। ফল সানির পক্ষে আসলেও আপাতত আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়ানডে দলে থাকতে পারছেন না সানি। তাকে যে পুলেই রাখা হয়নি। এরপরও বোলিং এ্যাকশন শুদ্ধ হয়ে গেলে শেষ মুহূর্তে দলে যুক্তও হতে পারেন সানি।
×