ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরেকটি জয় দিয়ে মৌসুম শেষ টম্পসনের

প্রকাশিত: ০৬:৫২, ১১ সেপ্টেম্বর ২০১৬

আরেকটি জয় দিয়ে মৌসুম শেষ  টম্পসনের

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমটা দারুণ কাটল এ্যালেইন টম্পসনের। একটানা জয়ের মধ্যেই ছিলেন তিনি। এমনকি অলিম্পিকেও এ জ্যামাইকান মহিলা স্প্রিন্টারকে কেউ ঠেকাতে পারেননি। রিও অলিম্পিক শেষেও থেমে নেই বিশ্বের দ্রুততম এ মানবী। একের পর এক জিতেই চলেছেন। মৌসুমের শেষ প্রতিযোগিতায়ও জয় তুলে নিয়েছেন ২৪ বছর বয়সী এ তরুণী। এবার জিতেছেন ব্রাসেলসের ডায়মন্ড লীগ মিটে। এটি ছিল মৌসুমে তার ১২তম জয়। আর সবগুলোই তিনি জিতেছেন একটানা। অপরদিকে ইতিহাস গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পোলভল্টার স্যান্ডি মরিস। রাশিয়ান বিশ্বরেকর্ডধারী ইয়েলিনা ইসিনবায়েভার পর দ্বিতীয় মহিলা পোলভল্টার হিসেবে তিনি আউটডোর ইভেন্টে পেরিয়েছেন ৫ মিটার। এটি ডায়মন্ড লীগের নতুন রেকর্ড। ২৪ বছর বয়সী স্যান্ডির আগে আউটডোরে ব্যক্তিগত সেরা নৈপুণ্য ছিল ৪.৯৩ মিটার পেরনো। সেটি ছিল মার্কিন কোন মহিলা পোলভল্টারের সেরা নৈপুণ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রের জাতীয় রেকর্ড। এবার অলিম্পিকে ৪.৮৫ মিটার পেরিয়ে তিনি পোলভল্টে রৌপ্য জিততে সক্ষম হয়েছিলেন। তার আগে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপসেও ৪.৮৫ মিটার পেরিয়ে রৌপ্য জয় করেন। ধীরে ধীরে পোলভল্ট জগতে নিজেকে সেরার পর্যায়ে নিয়ে যাচ্ছেন তা এসব ফলাফলই বলে দিচ্ছিল। অবশেষে ব্রাসেলস তাকে সুযোগ করে দিল চমক জাগানো কিছু করার। এবার নিজেকেই শুধু ছাড়িয়ে গেলেন না, পোলভল্টের ইতিহাসে বাকি সব মেয়েদের পেছনে ফেললেন। তবে ছুঁতে পারেননি সদ্যই অবসর নেয়া বিশ্বরেকর্ডধারী রাশিয়ার ইসিনবায়েভাকে। এরপরও তার কাতারে পৌঁছে গেছেন স্যান্ডি। ইসিনবায়েভা একমাত্র মহিলা পোলভল্টার হিসেবে ৫ মিটারের ওপর পেরিয়েছেন আউটডোর ইভেন্টে। ইসিন ৫.০৬ মিটার পেরিয়ে বিশ্বরেকর্ড গড়েন। এরপর একই ঘটনার জন্ম দিলেন স্যান্ডি ৫ মিটার পেরিয়ে। যদিও ইনডোর ইভেন্টে আরেকটি ৫ মিটার পেরনোর ঘটনা আছে। জেন সুর ৫.০৩ মিটার পেরিয়েছেন ইনডোরে। তবে আউটডোরে সেটা করতে পারেননি এবার অলিম্পিকে কোন পদক জিততে ব্যর্থ জেন। লন্ডন অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন তিনি এবং এখন পর্যন্ত বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। ৪.৯৪ মিটার পেরোনোর পর ৫ মিটারের জন্য সচেষ্ট হন স্যান্ডি এবং দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন। এরপর তিনি বারটি ৫.০৭ মিটারে নিয়ে যান। কিন্তু তিনটি প্রচেষ্টাতেই ব্যর্থ হন। তবে ঠিকই জিতেছেন গ্রীসের ক্যাটেরিনা স্টেফানিডিকে পেছনে ফেলে। জয়ের পর স্যান্ডি বলেন, ‘ইনডোর ও আউটডোর যদি হিসেব করেন তাহলে আমি বিশ্বের তৃতীয় মেয়ে হিসেবে এটা করতে সক্ষম হলাম। এটা অবশ্যই একটা মর্যাদা, কারণ এসব আসলে মানসিক সংখ্যা। এই সংখ্যাকে অবশ্যই সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। আমি তার (ইসিন) বিরুদ্ধে জাম্প করতে চেয়েছিলাম। কারণ তিনি এমন একজন যাকে দেখেই আমি পোলভল্টে বড় হয়েছি।’ আর ট্র্যাকে গতির ঝড় তুলেই যাচ্ছেন টম্পসন। এবার রিও অলিম্পিকে ডাবলজয়ী এ স্প্রিন্টার মৌসুমের শেষ প্রতিযোগিতায়ও জয় তুলে নিয়েছেন। কিং বদুইন স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ট্র্যাক এ্যান্ড ফিল্ডের এ্যাকশন দেখার জন্য প্রচুর দর্শক উপস্থিত হয়েছিলেন। তাদের হতাশ হতে হয়নি। স্যান্ডির নতুন রেকর্ড গড়া দেখেছেন। আবার টম্পসনও ডায়মন্ড লীগের নতুন রেকর্ড গড়েছেন। তিনি ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন। এটি ওয়ার্ল্ড লিডিংয়ের সেরা টাইমিং। টানা ১২ জয় তুলে নিলেন তিনি এবারের মৌসুমে। গত মাসেই রিওতে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে জয় তুলে নিয়ে অলিম্পিক রাণী হয়েছেন টম্পসন। সেই গতিটা ধরে রেখেছেন অলিম্পিকের পরও। মিটগুলোতে জিতে যাচ্ছেন অনবরত। এবারের যে টাইমিং গড়েছেন সেটার ফলে তিনি ইতিহাসের প্রথম মহিলা স্প্রিন্টার হিসেবে টানা চারটি ১০.৮ সেকেন্ডের নিচে টাইমিং করার রেকর্ড গড়লেন। জয়ের পর এ জ্যামাইকান বলেন, ‘অবশেষে এখন আমি বাড়ি ফিরতে পারব। আমি হাস্যোজ্জ্বল ছিলাম সবসময়, কারণ পুরো মৌসুম দারুণ কেটেছে আমার। আমি যদি এক শব্দে এটার সারমর্ম টানি তাহলে এটিকে বলা যায়- চমৎকার।’
×