ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ হয়ে মেঘালয় থেকে ত্রিপুরায় তেল ও এলপি গ্যাস পরিবহন শুরু

প্রকাশিত: ০৬:০৩, ১১ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ হয়ে  মেঘালয় থেকে  ত্রিপুরায় তেল ও  এলপি গ্যাস  পরিবহন শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জেলার তামাবিল শুল্ক বন্দর দিয়ে বাংলাদেশের পথ ব্যবহার করে ভারতের মেঘালয় থেকে ত্রিপুরা রাজ্যে তেল ও এলপি গ্যাস পরিবহন শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় ভারতের মেঘালয় থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ৯টি তেলবাহী ও একটি গ্যাসবাহী লরি বাংলাদেশে প্রবেশ করে। আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৫টায় জ্বালানি পরিবহনের এ গাড়িগুলো সিলেটের সড়কপথ দিয়ে মৌলভীবাজারের চাতলাপুর শুল্ক স্টেশনের উদ্দেশে রওনা দেয়। এ শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে যাবে তেল ও গ্যাস। বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে জ্বালানি পরিবহনের জন্য গত ১৮ আগস্ট ঢাকায় বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদফতরের সঙ্গে ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (আইওসিএল) সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতীয় জ্বালানি তেলবাহী ট্রাক-লরি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিপুরায় যাতায়াত করবে।
×