ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৯১ ভাগ পোশাক কারখানায় বেতন-ভাতা দেয়া হয়েছে

প্রকাশিত: ০৬:০৩, ১১ সেপ্টেম্বর ২০১৬

৯১ ভাগ পোশাক  কারখানায়  বেতন-ভাতা  দেয়া হয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে শনিবার পর্যন্ত ৯১ শতাংশ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেয়া হয়েছে বলে জানিয়েছে পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। বাকি কারখানার শ্রমিকদের বেতন-বোনাস আজ রবিবারের মধ্যেই পরিশোধ করা হবে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। বিজিএমইএ সভাপতি বলেন, আগস্ট মাসের বেতনসহ এ পর্যন্ত ৯১ শতাংশ কারখানায় ঈদের উৎসব ভাতা প্রদান করা হয়েছে। আগামীকালে (রবিবার) মধ্যে অবশিষ্ট কারখানাগুলোর বেতন-ভাতা পরিশোধ করা হবে। ঈদের আগে বেতন-বোনাস নিয়ে সমস্যা হতে পারে- এমন কিছু কারখানার তালিকা বিভিন্ন সংস্থা থেকে পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বিজিএমইএ সদস্যভুক্ত ৯২৮টি কারখানা পরিদর্শন করা হয়। এর মধ্যে ১৮টি কারখানা সমস্যাপূর্ণ বলে চিহ্নিত করা হয়। পরে এসব কারখানার সমস্যা বিজিএমইএ’র সহায়তায় সমাধান করা হয়েছে। এ মুহূর্তে বেতন-ভাতার বিষয়ে সমাধান করা হয়নি- এরকম একটি কারখানাও নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুরোধে এলাকাভিত্তিক এবং ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ে ছুটি দেয়া হচ্ছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, কিছু কারখানায় গত বৃহস্পতিবার, কিছু কারখানা শুক্রবার ছুটি দেয়া হয়েছে। কিছু কারখানায় শনিবার এবং কিছু কারখানায় রবিবার ছুটি দেয়া হবে। ঈদের সময় সড়কে যানজট এড়াতে প্রতিবারের মতো এবারও ধাপে ধাপে পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ করা হয় মালিকদের। সংবাদ সম্মেলনে গাজীপুরের টঙ্গীর প্যাকেজিং কারখানায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে সিদ্দিকুর রহমান বলেন, যে শ্রমিকরা নিহত হয়েছেন, তারা কোনভাবেই পোশাক শিল্প খাতের নয়। তিনি বলেন, বিজিএমইএ তাদের সদস্যভুক্ত কারখানায় সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। বিজিএমইএ ভবন ভাঙ্গা সংক্রান্ত চূড়ান্ত রায়ের বাস্তবায়ন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে। রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় পরিবেশের ক্ষতি করে বেআইনীভাবে প্রায় দুই দশক আগে গড়ে ওঠা ১৬ তলাবিশিষ্ট বিজিএমইএ ভবন ভেঙ্গে ফেলার চূড়ান্ত রায় হয় গত ২ জুন। ভবনটি অবৈধ ঘোষণা করে তা ভেঙ্গে ফেলতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বিজিএমইএ’র আপীলের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপীল বিভাগ ওই রায় দেয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিজিএমইএ’র সহসভাপতি এস এম মান্নান কচি, মোহাম্মদ নাসির ও মাহমুদ হাসান খান বাবু উপস্থিত ছিলেন।
×