ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বস্তির মেয়ের লাইব্রেরি

প্রকাশিত: ০৬:০০, ১১ সেপ্টেম্বর ২০১৬

বস্তির মেয়ের  লাইব্রেরি

‘শিক্ষা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা তুমি বিশ্বকে পরিবর্তনে কাজে লাগাতে পার’Ñ নেলসন ম্যান্ডেলার বিখ্যাত এই উক্তিতে দৃঢ় বিশ্বাসী তৃতীয় শ্রেণীপড়ুয়া মুসকান অহিরবার (৯)। ভারতের ভুপালের একটি বস্তি তার ঠিকানা। নানা প্রতিকূলতা হার মানিয়ে সে গড়েছে অসাধারণ এক কীর্তি। সে বস্তিতে একটি লাইব্রেরি গড়ে তুলেছে, যেখানে তার নিজের ১২০টিরও বেশি বই রয়েছে। বস্তির শিশুদের শিক্ষায় সহায়তা করতেই তার এমন উদ্যোগ। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে মুসকান। শুক্রবার দিল্লীতে সে ‘থট লিডার’ পুরস্কারও পেয়েছে। সবচেয়ে কম বয়সে সে এই পুরস্কারে ভূষিত হলো। এনআইটিআই আযোগের এই পুরস্কারটি তার হাতে তুলে দেন ব্রাজিলে সদ্যসমাপ্ত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতের কৃতী কুস্তিগীর সাক্ষী মালিক। মুসকান জানায়, ‘আমি খুবই খুশি। আমার বাবা-মা এবং আমার বন্ধুরাও খুব খুশি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। আমি ১২১টি বই দিয়ে আমার লাইব্রেরির যাত্রা শুরু করেছিলাম। এখন সেখানে অনেক বই। বর্তমানে ৫০ শিশু লাইব্রেরিতে পড়তে আসে। যে শিশুরা আসে না, তাদের এখানে আসতে উৎসাহিত করি। তারা যখন বেড়ে উঠছে, তখন তারা কিছু হয়ে উঠুক।’- এনডিটিভি
×