ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঙ্গীতানুরাগীদের ঈদ আনন্দের সঙ্গী অর্ধশত এ্যালবাম

প্রকাশিত: ০৬:০০, ১১ সেপ্টেম্বর ২০১৬

সঙ্গীতানুরাগীদের ঈদ আনন্দের সঙ্গী অর্ধশত এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ ঈদ মানেই অফুরন্ত আনন্দের হাতছানি। চাই ভরপুর বিনোদন। বহুমাত্রিক বিনোদন বা উৎসব উদ্্যাপনের অন্যতম অনুষঙ্গ গান শোনা। সুরের খেলায় প্রফুল্ল হয়ে গানপ্রেমী শ্রোতার অন্তর। ভাললাগায় সিক্ত হয় শ্রোতার হৃদয়। নির্মল আনন্দে কেটে যায় অনেকটা সময়। সঙ্গীতানুরাগীদের মন রাঙাতে এবার ঈদ-উল-আযহায় বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে রকমারি ধাঁচের অর্ধশতাধিক এ্যালবাম। নবীন-প্রবীণ শিল্পীদের একক ও মিশ্র গান দিয়ে সাজানো হয়েছে এসব সঙ্গীত সঙ্কলন। ঈদ আনন্দে শ্রোতাকে বিনোদিত করতে প্রকাশিত উল্লেখযোগ্য কিছু এ্যালবাম ও মিউজিক ভিডিওর খোঁজখবর তুলে ধরা হলো এই প্রতিবেদনে। ঈদ উপলক্ষে ১৫টি একক ও মিক্সড অডিও এ্যালবামসহ বেশকিছু মিউজিক ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা লেজার ভিশন। উল্লেখযোগ্য এ্যালবামের মধ্যে আছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খানের আধুনিক গানের এ্যালবাম ‘মনের পাখি বনে’। বেরিয়েছে কণ্ঠশিল্পী খেয়ার একক এ্যালবাম ‘খেয়া’, অয়ন চাকলাদার ফিচারিং লালন গানের মিক্সড অডিও এ্যালবাম ‘তিন পাগল’, ওয়ালিদ আহমেদের একক অডিও এ্যালবাম ‘জিততে চাইনি’, ক্লোজআপ খ্যাত শিল্পী সাজুর ফোক এ্যালবাম ‘দমের পাখি’, সজীব শাহরিয়ারের কথায় মিক্সড অডিও এ্যালবাম ‘প্রাণ বন্ধুয়া’, শিপুর একক এ্যালবাম ‘বৃষ্টি দুপুর’ ও ওবায়দুর রহমান ফিচারিং মিক্সড এ্যালবাম ‘পিরিতি শিখাইলো মোরে’ ইত্যাদি। এছাড়া এই প্রকাশনা সংস্থার ইউটিউবে প্রকাশিত মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে খেয়ার ‘দূর আকাশ’ চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী মেজবা বাপ্পির ‘রাগ ভাঙ্গানোর গান’, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক জেকের ইসলামিক গান ‘শুকরিয়া’, প্রবাসী কণ্ঠশিল্পী শিরিন চৌধুরীর গান ‘দাগ’ ওয়ালিদ আহমেদের গান ‘তোর ইচ্ছে’ জুবায়ের টিপুর ‘কি বলে হৃদয়’। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে অর্ধশত নতুন এ্যালবাম। জি-সিরিজের ঈদ সম্ভারে সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোরদের মতো জ্যেষ্ঠ শিল্পীদের গান শোনা যাবে ‘নক্ষত্রের ফুল’ এ্যালবামে। প্রকাশিত হয়েছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল ও ব্ল্যাকের নতুন এ্যালবাম। পাশাপাশি এসেছে নতুন ব্যান্ড সমুদ্রর প্রথম এ্যালবাম ‘সমুদ্রের গান’ ও স্কয়ারক্রো ব্যান্ডের এ্যালবাম। এপার বাংলার শিল্পীর সঙ্গে রয়েছে ওপার বাংলার শুভমিতা ও রূপঙ্করের নতুন গান। জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে প্রকাশিত অন্য এ্যালবামগুলো হলো ব্যান্ড মিক্সড ‘সংশোধন’, শানের মিক্সড এ্যালবাম ‘মুঠো আকাশ’ (রূপঙ্কর, নন্দিনী, শেখ মহসিন, শান, শায়লা, লতা, স্বপ্নীল, মারিয়া, নিশা), এহসান রাহির সেলফ টাইটেল্ড এ্যালবাম, মিক্সড এ্যালবাম ‘দূর আকাশের তারা’ (সুবীর নন্দী, কনকচাঁপা, হাসান চৌধুরী), ‘চিটাগাং-এর গান’ (সন্দীপন, বেলি, মুনসুর), ফোক মিক্সড ‘পূর্ণিমার চাঁদ’, প্রাণো বন্ধুরে, ধ্রুব গুহর এ্যালবাম, ‘আনমনে’ (আহমেদ মাসুম), ‘ফিরে এসো মধুমিতা’ (মামুন জাহান), ‘তোমার কাছে যাব’ (ওয়াসিম পাগলা), ‘দূরে গেলে’ (এমআর হেলাল), ‘আল্লাহ্ নামের বীজ বুনেছি’ (মোহাম্মদ খালেদ হোসেন), ‘অনেক কথা বলেছিলেম’ (মিরা ম-ল), ‘এ গান আমার শ্রাবণে শ্রাবণে’ (লুবা), ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’ (শায়লা সাবরিন পলি)। নতুন এই গানের এ্যালবামের পাশাপাশি জি-সিরিজ থেকে প্রকাশিত হয়েছে বাংলা চলচ্চিত্রের গানের অডিও, নাটক, মিউজিক ভিডিও সিডি। বেরিয়েছে বাংলা চলচ্চিত্র ‘সুইটহার্ট’, ‘জোর করে ভালবাসা হয় না’, ‘সীমাহীন ভালবাসা’ ও ‘ব্ল্যাক মানি’র ডিভিডি। সিডি, ডিভিডি ছাড়াও প্রকাশিত এ্যালবামগুলো স্মার্টফোন থেকে শোনা যাবে রেডিও জিবিডি ডটকম-এ। আর মিউজিক ভিডিও এবং বাংলা ছবি দেখা যাবে জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি-সিরিজ মিউজিক এবং জি-সিরিজ মুভিজে। ঈদ উপলক্ষে প্রযোজনা সংস্থা ঈগল মিউজিক প্রকাশ করেছে বেশ কিছু এ্যালবাম। প্রকাশিত হয়েছে এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানের গাওয়া সুফী ধারার গানের সঙ্কলন ‘প্রিয়া রে’। তারিক তুহিনের কথায় এ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন মাহমুদ মর্সেল। বেরিয়েছে এফ. এ. সুমনের এ্যালবাম ‘ও পাখি রে’। এ্যালবামের গানগুলোর কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ ও এসআই শহীদ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন এফএ সুমন নিজে। ‘নিলয় বি এইচ এন দি ইপি’ শিরোনামে এসেছে সঙ্গীতশিল্পী নিলয়ের এ্যালবাম। গানগুলোর মিউজিক তৈরি করেছে রেড ওয়ান ও মার্সেল। কথা এবং সূর করেছেন নিলয় নিজেই। একটি গানে নিলয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নদী। পুরো এ্যালবামটি পাওয়া যাবে জিপি মিউজিক, আই টিউনসসহ সকল আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মে। এসেছে কণ্ঠশিল্পী তাসনুভের তৃতীয় এ্যালবাম ‘বিরহ আমার’। এ্যালবামটি মিক্সিং এবং মাস্টারিং করেছেন রোকন ইমন। এছাড়া এই প্রযোজনা সংস্থা থেকে বেরিয়েছে তানজীবের নতুন গান ‘কসম’। এ গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন তানজীব সারোয়ার ও সঙ্গীতায়োজন করেছেন বিবেক। ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী সাহিনার একক এ্যালবাম ‘রোদ রেলিং’। বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে এ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। এ্যালবামের গানগুলোর কথা লিখেছেন রাজীব, স্বপ্নীল, লিটন ঘোষ জয় ও রবিউল ইসলাম জীবন। এ্যালবামের কয়েকটি গানের শিরোনাম হলো ‘এলোমেলো ব্যস্ত টারমিনাস’, ‘ঘোর প্রহরে চুপ কথারা’, ‘ক্রেজি হার্ট’, ‘রোদ রেলিং’, ‘হাত বাড়ালেই তুমি’ ও ‘পাখির ডানায় রোদের ঝিলিক’। এ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন লি.। এ্যালবামের সিডি ছাড়াও জিপি মিউজিকে পাওয়া যাচ্ছে এ্যালবামটি।
×