ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ১৮

প্রকাশিত: ০৫:৫৬, ১১ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ১৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১৮ জন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের কান্দিলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাঁচজন, গাজীপুরে পৃথক দুর্ঘটনায় চারজন, রাজশাহীতে গরু কিনে বাড়ি ফেরার পথে দুজন, কক্সবাজারে চাঁদের গাড়ি খাদে পড়ে নারীসহ তিনজন, বরগুনায় মোটরসাইকেল আরোহীসহ দুজন, রূপগঞ্জে এক অটোরিক্সা যাত্রী এবং নীলফামারীতে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত ও শনিবার পৃথক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শনিবার দুপুর দেড়টার দিকে দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাস ও বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। এ সময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। নিহতদের মধ্যে একই পরিবারের শিশু ও মহিলা রয়েছে। এদের মধ্যে জগত (৩৮) ও বীরবালা (৪৫) নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ডুবে থাকা সিমেন্টের বস্তার নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার করে। নিহত পাঁচজনের লাশ বর্তমানে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গাজীপুর ॥ সদর উপজেলার ভবানীপুর বাঘেরবাজার এলাকায় শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনার দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয় এবং কমপক্ষে পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। এদের মধ্যে শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো ময়মনসিংহের পাগলা থানার মলমল খুদিয়া গ্রামের আফাজ উদ্দিন মাস্টারের ছেলে হারুন-অর রশিদ এবং নওগাঁর রানীগঞ্জ থানার রানীনগর গ্রামের মৃত সইম প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম। এদিকে শ্রীপুরের রঙ্গিলা (এমসি) বাজার এলাকায় ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হয়। নিহতের নাম মোহাম্মদ আলী (৩৫)। তিনি কুড়িগ্রামের রৌমারি থানার ধনারচর মধ্যপাড়া এলাকার মৃত শমসের আলীর ছেলে। রাজশাহী ॥ কোরবানির গরু কেনার জন্য নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে গিয়েছিলেন জয়নাল আবেদীন (৬১) ও আব্দুল মজিদ (৬০)। পছন্দমতো গরুও কেনেন। কিন্তু গরু নিয়ে বাড়ি ফেরা হয়নি তাদের। ভটভটি নিয়ে ফেরার পথে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন তারা। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাগমারার মুগাইপাড়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জয়নাল আবেদীনের বাড়ি বাগমারার সগুনা গ্রামে এবং আব্দুল মজিদের বাড়ি বালানগর গ্রামে। আহতদের মধ্যে আটজনকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কক্সবাজার ॥ উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। শনিবার সকালে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ইনানী স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। চাঁদের গাড়িযোগে (জীপ) এক নারী ইয়াবার চালান নিয়ে যাচ্ছিল। পথে চলন্ত গাড়িতে লাফ দিয়ে এক যুবক ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়িতে থাকা তিনজন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন উখিয়ার মনখালীর ছিদ্দিক আহমদের ছেলে মোঃ জিয়াউল হক (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিন ড্রাইভ সড়ক হয়ে জীপযোগে (চাঁদের গাড়ি) টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে এক নারী কক্সবাজার যাচ্ছিল। গাড়িটি উখিয়ার মনখালী এলাকায় পৌঁছলে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিদ্দিক আহমদের ছেলে মোঃ জিয়াউল হকের নেতৃত্বে একটি চক্র মোটরসাইকেল নিয়ে গাড়িটি ধাওয়া করে। একপর্যায়ে মোটরসাইকেল থেকে জিয়াউল হক লাফিয়ে ইয়াবা বহনকারী ওই গাড়িতে উঠে যায়। এসময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইনানী এলাকায় এসে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হন। পুলিশ জানায়, গাড়িটিতে কিছু ইয়াবা পাওয়া গেছে। তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নীলফামারী ॥ সড়ক দুর্ঘটনায় জলঢাকায় খালেদুল (৩৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় চালকসহ তিনজন। শনিবার সকাল ১০টার দিকে ডালিয়া সড়কের কাঁকড়া চৌপথি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত খালেদুল লালমনিরহাটের হাতিবান্ধার গোতামারী ইউনিয়নের দইখাতা গ্রামের আব্দুস সোহবানের ছেলে। আহত চালকসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। মুদি দোকানের মালামাল কেনার জন্য পিকআপ ভাড়া করেন খালেদুল। পিকআপভ্যানটি হাতিবান্ধা থেকে জলঢাকা হয়ে নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিল। ঘটনাস্থলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি সড়কের ধারে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে মুদি ব্যবসায়ী নিহত ও চালকসহ তিনজন আহত হন। বরগুনা ॥ শনিবার বেলা ১২টার দিকে খেজুরতলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ আহত হন। সেন্টু নামে এক মোটরসাইকেল চালক আহত বৃদ্ধকে (৬৫) হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিক্যালে নেয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু বৃদ্ধের কোন স্বজন না পাওয়ায় তাকে সেখানেই ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে, বরগুনা-পুরাকাটা সড়কে মস্তুকটানা এলাকায় রাস্তার ঢালে একটি মোটরসাইকেল নিয়ে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, লাশ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী বাসচাপায় কাউছার হোসেন (৩০) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। শনিবার সন্ধ্যায় পর্শি এলাকার কাঞ্চন-কুড়িল (৩’শ ফুট) সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কাঞ্চনগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুড়িল বিশ্বরোডগামী ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী কাউছার হোসেন নিহত হন। এ সময় অটোরিক্সা চালক দেলোয়ার হোসেনসহ আরও দুজন গুরুতর আহত হন। বাসটি রেখে চালক পালিয়ে গেলে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
×