ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ডাকাতি হওয়া গরু উদ্ধার

প্রকাশিত: ০৪:১৪, ১১ সেপ্টেম্বর ২০১৬

রূপগঞ্জে ডাকাতি হওয়া গরু উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ট্রলার বোঝাই ২৪টি গরু উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কেউঢালা এলাকার বালু নদী থেকে ভাসমান অবস্থায় ট্রলারসহ গরুগুলো উদ্ধার করা হয়। ভোরে কেউঢালা এলাকার বালু নদীতে চালক ও মালিকবিহীন ট্রলার বোঝাই ২৪টি গুরু ভাসতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পরে বিভিন্ন থানায় ট্রলার বোঝাই গরু পাওয়ার বিষয়টি মেসেস দেয়া হলে গরুর মালিকদের সন্ধান মেলে। জানা গেছে, গত শুক্রবার রাতে নদী পথে ট্রলারযোগে টাঙ্গাইল থেকে গাবতলীর উদ্দেশে ২৪টি গরু নিয়ে রওনা হন ১৬ জন গরুর মালিক। তুরাগ নদীতে পৌঁছামাত্র একদল ডাকাত গরুর মালিকদের অস্ত্রেরমুখে ট্রলার বোঝাই ২৪টি গরু লুট করে। ভোরে কেউঢালা এলাকায় এসে পৌঁছলে ট্রলারের ইঞ্জিনের পাখা ভেঙ্গে যায়। এতে ট্রলারটি আটকা পড়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা গরুগুলো ডাকাতি করে আনা হয়েছে এমন টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার দুপুরে বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের এএসএম কামাল উদ্দিন অডিটরিয়ামে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট বিতরণ করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, বিএসআরআইয়ের পরিচালক ড. এএসএম আমান উল্লাহ, পরিচালক ড. আমজাদ হোসেন। আমের কলম বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে উন্নত জাতের আম চাষের উদ্যোগ নেয়া হয়েছে। এজামুন নেছা ফাউন্ডেশনের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কারিগরি সহযোগিতায় এ কর্মসূচী শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের পপুলার হাসপাতাল চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক জাফর আলী। এ সময় বক্তব্য রাখেনÑ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মকবুল হোসেন, যুগ্ম-সচিব বদরুল হাসান বাবুল, পৌর মেয়র আব্দুল জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
×