ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১২, ১১ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ হতদরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ শুরু হয়েছে। শনিবার সকালে আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে এর উদ্বোধন করেন চেয়ারম্যান সামছুল কবির মাস্টার। সপ্তাহে ৩ দিন শুক্র, শনি ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই খাদ্যশষ্য বিতরণ। খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত এ খাদ্যশষ্য বিতরণে প্রতি কেজি চাল ১০ টাকা দরে প্রদান করা হচ্ছে। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন আধারা ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন মাহামুদ, শহর আওয়ামী লীগ দফতর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল, যুবলীগ নেতা সাইমুন-বিন-সামাদ সুমন প্রমুখ। অপহৃত এনজিও কর্মী উদ্ধার ॥ দুই আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১০ সেপ্টেম্বর ॥ তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত আনিছুর রহমান নামের এক এনজিও কর্মীকে উদ্ধার করেছে র‌্যাব-৬। শনিবার ভোরে ঝিনাইদহ শহরের কোর্টপাড়ার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। সে সময় আটক করা হয় নারীসহ দুই অপহরণকারীকে। আটককৃতরা হলো, কোর্টপাড়ার হুমায়ুন কবির রিপন ও তার স্ত্রী মারিয়া মেরি মোহনা। র‌্যাব জানায়, শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আশা এনজিওর ম্যাজেনার আনিছুর রহমানকে অপহরণ করা হয়। ভালুকায় আগুনে বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১০ সেপ্টেম্বর ॥ ভালুকা উপজেলার ধীতপুর গ্রামে শুক্রবার রাতে আগুনে পুড়ে সুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার রাতে ওই গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন বাড়ির একটি ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোন এক সময় কয়েল থেকে প্রথমে তোষকে ও পরে বৃদ্ধার গায়ে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মারা যান। সকালে এক প্রতিবেশী গরু নিয়ে মাঠে যাওয়ার সময় দেখেন ওই ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় চেয়ারম্যান আশরাফুল আলম জানান, সুফিয়া বাড়িতে একাই থাকত, মশার কয়েলের আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে । দুই বন প্রহরী লাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১০ সেপ্টেম্বর ॥ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড়চালা এলাকায় শনিবার সকালে বনবিভাগের দাবিকৃত ভূমিতে ঘর করার সময় টাকা দাবি করায় দুই বন প্রহরীকে তিন ঘণ্টা আটকে রাখে এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় বিট কর্মকর্র্তা তাদের ছাড়িয়ে নেন। জানা যায়, ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সাত্তার কাঠালী মৌজার ৭৬ নম্বর দাগে বনবিভাগের দাবিকৃত ভূমিতে একটি ঘর নির্মাণ করছিলেন। খবর পেয়ে ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিটের মেহরাবাড়ি ক্যাম্পের বন প্রহরী আনোয়ার হোসেন ও উবায়দুল হক আব্দুস সাত্তারের কাছে ঘর নির্মানের জন্য টাকা দাবি করেন। পরে স্থানীয় লোকজন তাদের দুইজনকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখে। সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ১০ সেপ্টেম্বর ॥ ইউপি চেয়ারম্যানের ক্যাডারদের হামলায় আহত হাতিয়া চরকিং ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আপের উদ্দিন (৪০) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ২২নং গ্রামে আবু বকর ছিদ্দিক মিয়ার ছেলে আপের উদ্দিন উপজেলা সদরে যাওয়ার পথে মহি উদ্দিন চেয়ারম্যানের বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে দেয়। পুলিশ তাকে উদ্ধার করে হাতিয়া হাসপাতালে ভর্তি করায়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আপের উদ্দিন গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহি উদ্দিন মুহিনের সমর্থক ছিলেন। উল্লেখ্য, গত ইউপি নির্বাচনপরবর্তী সহিংসতায় হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে দু’জন নিহতসহ কয়েক শ’ আহত হয়েছে। ট্রেনের টিকেটসহ কালোবাজারি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম রেল স্টেশনে টিকেট কালোবাজারি বন্ধে তিন স্তরের পদক্ষেপ নেয়া হয়েছে। এরপরও অসাধু কালোবাজারিরা যাত্রীবেশে কাউন্টার থেকে টিকেট নিয়ে নগরীর বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার গভীর রাতে বিভিন্ন ট্রেনের ১০টি টিকেটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করেছে। জানা গেছে, টিকেট কালোবাজারিদের পাকড়াও করতে স্টেশন এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় কোতোয়ালি থানার চৈতন্য গলিসংলগ্ন আবুল মনসুর সালাউদ্দিন ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দেলোয়ার হোসেন প্রকাশ হাসানকে। তার গ্রামের বাড়ি নরসিংদীর আকলিয়া মধ্যপাড়া এলাকায়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মহানগর গোধূলী ট্রেনের দুটি, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের একটি এবং তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের সাতটি টিকেট। যাবজ্জীবন পলাতক আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ সেপ্টেম্বর ॥ নেত্রকোনা মডেল থানা পুলিশ শুক্রবার রাতে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকা থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তার নাম লিটন চন্দ্র দাস। সে নেত্রকোনা পৌর শহরের পুকুরিয়া এলাকার ধীরেন চন্দ্র দাসের ছেলে। পুলিশ মুক্তাগাছা উপজেলার আটানি বাজার থেকে তাকে গ্রেফতার করে। জানা গেছে, লিটন চন্দ্র দাস ২০০৬ সালে নিজ এলাকার এক তরুণীকে ধর্ষণ করে। ওই মামলায় চলতি বছরের জুলাই মাসে তাকে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করে আদালত। চার ছিনতাইকারী আটক স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় পুলিশ ও ছিনতাইকারীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টার দিকে গুলিবিনিময় শেষে গুলিবিদ্ধ রেজাউলসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রেজাউলকে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার অপর ৩ ছিনতাইকারী হচ্ছে খোরশেদ আলম বাবু, সুমন ও বিপ্লব। ৫৩৯ পরিবারের বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১০ সেপ্টেম্বর ॥ শনিবার সকালে পূর্ব বোতলা, মাথাভাঙ্গা, খুনেরচর ও মধ্যেচর গ্রামের ৫৩৯ পরিবারের মাঝে বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন স্থানীয় এমপি আফম বাহউদ্দিন নাছিম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, কালকিনি সাব জোনাল অফিসের এজিএমকম সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার ও পৌর মেয়র এনায়েত হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান। অসহায়দের টাকা প্রদান নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ সেপ্টেম্বর ॥ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অধীনে গরিব-অসহায়, অসুস্থ ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আনুষ্ঠানিকভাবে ওই অর্থ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। এ উপলক্ষে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, এনডিসি মাহমুদুর রহমান মামুন, শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। ভিজিএফের চার বস্তা চাল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ সেপ্টেম্বর ॥ ঈদ-উল-আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য দেয়া ভিজিএফের ৪ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত দেড়টার দিকে বাউফল সদর ইউনিয়নের জৌতা বাজারের খলিল প্যাদার মুদি দোকান ও জৌতা গ্রামের অটোরিক্সা চালক বশারের ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। খলিল প্যাদা ও বশার প্যাদা জানিয়েছেন, তারা বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটু মোল্লার কাছ থেকে এ চাল কিনেছেন। শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা কাঠ ট্রাকে বোঝাই করার সময় এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টেকনাফ স্থলবন্দরে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস প্রকাশ চান মিয়া (৩২) হ্নীলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের ৭০ নম্বর কক্ষের বাসিন্দা সালেহ আহমদের পুত্র। কাঠ বোঝাই করার সময় মাথায় কাঠ পড়ে ঘটনাস্থলেই চান মিয়া মারা যান।
×