ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ কিশোরগঞ্জের কানকাটি গণহত্যা দিবস

প্রকাশিত: ০৪:১০, ১১ সেপ্টেম্বর ২০১৬

আজ কিশোরগঞ্জের কানকাটি গণহত্যা দিবস

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ সেপ্টেম্বর ॥ রবিবার কিশোরগঞ্জের কানকাটি গণহত্যা দিবস। এদিন মহান মুক্তিযুদ্ধকালে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কানকাটি গ্রামের একটি হিন্দু পরিবারের ৭ জনসহ ৮ নিরীহ গ্রামবাসীকে পাকিস্তানী সেনারা স্থানীয় রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় ধরে নিয়ে যায়। এরপর তাদের গচিহাটা ধুলদিয়া রেলওয়ে সেতুর ওপর দাঁড় করিয়ে নৃশংস কায়দায় হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেয়। একজন শহীদের লাশও স্বজনরা আর খুঁজে পায়নি। আর তাই এখনও কান্না থামছে না বেঁচে থাকা সংখ্যালঘু এ পরিবারের স্বজনদের। সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া অনেকে এখনও কাটাচ্ছেন পঙ্গু জীবন। হত্যাকা-ের দিন ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শহীদের সন্তান অবসরপ্রাপ্ত শিক্ষক সুধীর চন্দ্র সরকার গণহত্যার বিবরণ দিয়ে আক্ষেপ করে বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধা নয় এমনকি অনেক রাজাকারের নাম মুক্তিযোদ্ধা তালিকায় উঠেছে অথচ পরিবারের এত লোক জীবনকে উৎসর্গ করে গেছেন কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না’। প্রতিবছর ১১ সেপ্টেম্বর এলেই কানকাটি গ্রামে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে। এই দিনে শহীদ সুরেশ সরকারের বসতভিটায় আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। রবিবার বিকেলে পুরাতন বসতভিটায় এরকম কর্মসূচী পালিত হবে বলে সুধীর চন্দ্র সরকার জানিয়েছেন।
×