ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চোখের সার্জারিতে রোবট

প্রকাশিত: ০৪:০২, ১১ সেপ্টেম্বর ২০১৬

চোখের সার্জারিতে রোবট

প্রথমবারের মতো সার্জনরা চোখের ভেতরে সার্জারির কাজে রোবট ব্যবহার করে দৃষ্টি ফেরাতে সফল হয়েছেন। অক্সফোর্ডের জন র‌্যাডক্লিফ হাসপাতালের একটি দল এক মিলিমিটার পুরু মেমব্রেনের একশ’ ভাগের এক ভাগ অপসারণে এই ডিভাইস ব্যবহার করেন। সার্জনদের আশা, এই প্রক্রিয়া চোখের আরও জটিল সার্জারির পথ সুগম করবে। চিকিৎসক অধ্যাপক ম্যাকলারেন বলেন, আমরা যখন হাতের মাধ্যমে এই ধরনের অপারেশনে রেটিনা স্পর্শ করি এবং এতে সামান্য রক্তপাত হয়। কিন্তু আমরা যখন রোবট ব্যবহার করলাম তখন কাজটি কোন ক্ষতি ছাড়াই সুন্দরভাবে হলো। -বিবিসি
×