ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইএসের নির্দেশেই ফ্রান্সে তিন নারী জঙ্গীর হামলার পরিকল্পনা

প্রকাশিত: ০৪:০১, ১১ সেপ্টেম্বর ২০১৬

আইএসের নির্দেশেই ফ্রান্সে তিন নারী জঙ্গীর হামলার পরিকল্পনা

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নির্দেশনাতেই ফ্রান্সে তিন নারী জঙ্গী হামলার পরিকল্পনা করেছিল বলে ফরাসী আইন কর্মকর্তারা জানিয়েছেন। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদও বলেছেন, তারা সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা বানচাল করে দিয়েছেন এবং একই সঙ্গে সন্ত্রাসীদের একটি চক্রও ‘ধ্বংস’ করে দিয়েছেন। খবর বিবিসি ও এএফপির। ওলাঁদ জানান, বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডারবাহী সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করার পর তারা সম্ভাব্য ওই হামলা বানচাল করে দেন বলে। শুক্রবার এথেন্স সফরকালে ফরাসী প্রেসিডেন্ট বলেন, একটি ছোট দলকে ধ্বংস করা হয়েছে। তবে এ ধরনের দল আরও আছে। প্যারিসের কৌঁসুলি ফ্রাঁসোয় মলিনস শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আইএস এই নারীদের যোদ্ধায় পরিণত করতে চেয়েছিল। প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের কাছে পরিত্যক্ত অবস্থায় ছিল সাতটি গ্যাস সিলিন্ডারসহ ওই গাড়ি। এর মধ্যে ছয়টি সিলিন্ডারই গ্যাসে পূর্ণ ছিল। গ্রেফতার করার সময় ওই নারীদের একজন এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। বাধ্য হয়ে পুলিশ তাকে গুলি করে এবং সে আহত হয়। গ্রেফতার তিন নারীদের একজন ২৩ বছর বয়সী সারা এইচ পৃথকভাবে দুই ফরাসী জিহাদির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গুলিবিদ্ধ ১৯ বছর বয়সী ওই নারীর নাম ইনেস মাদানি উল্লেখ করে ওঁলাদ বলেন, মাদানিসহ আরও দু’জন নারীকে গ্রেফতারের মধ্য দিয়ে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা বানচাল এবং সন্ত্রাসীদের একটি সেল ধ্বংস করে দেয়া হয়েছে।
×