ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরমাণু পরীক্ষার পর যথাযথ ব্যবস্থা চান বান কি মুন

জাতিসংঘের নয়া নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৪:০১, ১১ সেপ্টেম্বর ২০১৬

জাতিসংঘের নয়া নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পঞ্চম পরমাণু পরীক্ষা চালানোর পর দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করার ব্যাপারে একমত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। খবর এএফপির। নিরাপত্তা পরিষদ শুক্রবার এক রুদ্ধদ্বার বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার কঠোর নিন্দা জানায় এবং জাতিসংঘ সনদের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী একটি নতুন খসড়া প্রস্তাবের কাজ শুরু করতে একমত হয়। নিউজিল্যান্ডের দূত গেরার্ড ভ্যান বোহেমেন বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা ৪১ অনুচ্ছেদ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে অবিলম্বে কাজ শুরু করবে। তিনি বর্তমানে পরিষদের পর্যায়ক্রমিক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। উত্তর কোরিয়া শুক্রবার সফলভাবে তাদের পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এর শক্তি ১০ কিলোটিন। দক্ষিণ কোরিয়ার ভাষ্য, পরীক্ষাটি উত্তর কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা। এর ফলে দেশটি উল্লেখযোগ্য পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রগতি অর্জন করেছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। দ. কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও চীন সবাই এ পরীক্ষার নিন্দা জানিয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ব্যাপারে দেশটির মিত্র চীনের বাধা সত্ত্বেও বিষয়টি নিয়ে আলোচনার জন্য জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে পরিষদ বৈঠকে বসে। বৈঠকের পর চীনের দূত লিউ জেইয়ি বলেন, সব পক্ষকে পারস্পরিক উস্কানি এবং পরিস্থিতিকে আরও গুরুতর করতে পারে এমন কর্মকা- থেকে বিরত থাকতে হবে। এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষার জবাবে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, নিরাপত্তা পরিষদের এক জরুরী সভায় শক্তিশালী এ পরমাণু পরীক্ষার জন্য পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করার জন্য ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বান কি মুন সম্ভাব্য তীব্র ভাষায় এ ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষার নিন্দা জানিয়েছেন। তিনি উত্তর কোরীয় এ পদক্ষেপকে নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবাবলীর আরও এক ধাপ লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি ঐক্যবদ্ধ থাকতে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদের ওপর নির্ভর করছি। আমাদের অবশ্য ক্রমান্বয়ে বেড়ে ওঠা এ তৎপরতা জরুরী ভিত্তিতে প্রতিহত করতে হবে। এ যাবতকালের মধ্যে পিয়ংইয়ংয়ের সর্বাধিক শক্তিশালী পরমাণু পরীক্ষার বিষয়টি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধে ডাকা নিরাপত্তা পরিষদের এ জরুরী বৈঠককে সামনে রেখে মহাসচিব বক্তব্য রাখছিলেন। জাপান পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। কিন্তু, পিয়ংইয়ংয়ের সহযোগী চীন কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর বারবার জোর দিয়েছে। ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথু রাইক্রফট বলেছেন, পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে বর্তমান নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে পারে বা কালো তালিকায় আরও কোম্পানি ও ব্যক্তিদের নাম যোগ করতে পারে।
×