ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীরের গ্রামীণ এলাকায় আরও সেনা মোতায়েন

প্রকাশিত: ০৪:০১, ১১ সেপ্টেম্বর ২০১৬

কাশ্মীরের গ্রামীণ এলাকায় আরও সেনা মোতায়েন

গ্রামীণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে দক্ষিণ কাশ্মীরে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করছে ভারতীয় কর্তৃপক্ষ। গত দুই বছর ধরে বিচ্ছিন্নতাবাদী মুক্ত বলে বিবেচিত যেসব এলাকা থেকে সেনা সরিয়ে নেয়া হয়েছিল সেসব এলাকায় ফের সেনা মোতায়েন করা হচ্ছে। খবর এনডিটিভির। দুই মাস আগে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে রাজ্যজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। যেসব এলাকায় ফের সেনা মোতায়েন করা হচ্ছে সেসব এলাকায় এখনও বিক্ষোভ অব্যাহত আছে। কয়েকটি সূত্র জানিয়েছে, ওইসব এলাকায় অতিরিক্ত সেনা পাঠানোর কারণ হচ্ছে ‘টহল জোরদার করা’ এবং ‘এলাকার উপর কর্তৃত্ব নিয়ে’ বিক্ষোভকারীদের কাছে ‘একটি ইঙ্গিত পাঠানো’। সূত্রগুলো জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো দেখতে পেয়েছে এসব সহিংস বিক্ষোভের সঙ্গে ওই এলাকার বিচ্ছিন্নতাবাদী তৎপরতার যোগসূত্র আছে।
×