ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে দেশব্যাপী কারাবন্দীদের প্রতিবাদ শুরু

প্রকাশিত: ০৪:০০, ১১ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে দেশব্যাপী কারাবন্দীদের প্রতিবাদ শুরু

যুক্তরাষ্ট্রে দেশজুড়ে কারাগারের বন্দীরা শুক্রবার একযোগে ধর্মঘট শুরু করেছে। কারা বন্দীদের থাকা ও কাজের পরিবেশের উন্নয়নের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোর আহ্বানে সাড়া দিয়ে তারা এ ধর্মঘট শুরু করে। মিয়ামি হেরাল্ড পত্রিকা জানিয়েছে, ‘এই বিশৃঙ্খলার’ পর ফ্লোরিডার গালফ কারেকশনাল ও মায়ো কারেকশনাল কারাগার দুটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বুধবার রাতে ফ্লোরিডার উত্তর-পশ্চিমাঞ্চলের হোমেস কারেকশনাল কারাগারে ৪শ’র বেশি বন্দী দেশব্যাপী এই চলমান ধর্মঘটে যোগ দেয়। ফ্লোরিডার ডিপার্টমেন্ট অব কারেকশনস একে একটি ‘কয়েক হাজার বন্দীর একটি বড় ধরনের বিশৃঙ্খলা’ হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রের অন্য একটি স্থানে এ্যাক্টিভিস্ট গ্রুপগুলো কারাগারগুলোতে বন্দীদের থাকা ও কাজের পরিবেশের উন্নয়নের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে। -এএফপি
×