ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান হাক্কানি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তরিক নয়

প্রকাশিত: ০৪:০০, ১১ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তান হাক্কানি গ্রুপের বিরুদ্ধে   ব্যবস্থা নিতে আন্তরিক নয়

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে আন্তরিকতার অভাব রয়েছে। কারণ আর্থিক সহায়তা সত্ত্বেও পাকিস্তান সব জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বরং বেছে বেছে নিজেদের অপছন্দের সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধেই কেবল ব্যবস্থা নিয়েছে। পাকিস্তান যদি আচরণ পরিবর্তন না করে তবে দেশটির জন্য দেয় সহায়তা বন্ধ করে দেয়ার জন্য ওই শুনানিতে আহ্বান জানান হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে কমিটি বৃহস্পতিবার চেয়ারম্যান সিনেটর বব কর্কার বলেন, পাকিস্তান সরকার জানে হাক্কানি নেটওয়ার্কের নেতারা কোথায় আছেন। পাক সেনাবাহিনীও হাক্কানি নেটওয়ার্ক ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান সম্পর্কে অবগত আছে। তিনি অভিযোগ করেন যে, পাক সেনাবাহিনী সন্ত্রাসী নেটওয়ার্ক বিশেষ করে হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী নয়। এরা এখন উপজাতি এলাকা ছেড়ে শহরাঞ্চলে চলে এসেছে। ফলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগের মতো চালকবিহীন ড্রোন ব্যবহার করতে পারছে না। পাকিস্তানের কাছে এফ-১৬ বিমান বিক্রি বন্ধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ছিল কর্কারের। তিনি বলেন, মার্কিন ও আফগান বাহিনীর সদস্যদের হত্যাকারীরা পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। ২০০১ সালের পর থেকে ওয়াশিংটন ইসলামাবাদকে ৪ হাজার ৩শ’ কোটি ডলার আর্থিক সহায়তা দিয়েছে। কর্কার আরও বলেন, এটা খুবই হতাশাজনক সম্পর্ক। দিনে দিনে আমরা আমরা আরও বেশি হতাশাগ্রস্ত হচ্ছি। ২৬/১১ হামলার অভিযোগ থেকে অব্যাহতি ॥ পাকিস্তান ফেডারেল তদন্ত সংস্থা (এফআইএ) তথ্য প্রমাণের অভাবে মুম্বাইয়ে ২৬/১১ হামলা মামলায় এক অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগপত্র থেকে বাদ দিয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বৃহস্পতিবার জানানো হয়, সন্ত্রাস বিরোধী আদালতে (এটিসি) এফআইএ’র অভিযোগপত্র দাখিল করার আগে সন্দেহভাজন সুফিয়ান জাফরের নাম স্থান পেয়েছে তালিকার দ্বিতীয় সারিতে।
×