ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটিশ ওয়েবসাইটের দাবি

নেতাজির মৃত্যুর খবর যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছিল জাপান

প্রকাশিত: ০৪:০০, ১১ সেপ্টেম্বর ২০১৬

নেতাজির মৃত্যুর খবর  যুক্তরাষ্ট্রকে নিশ্চিত  করেছিল জাপান

১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর খবর দিয়েছিল জাপান। ব্রিটেনের একটি ওয়েবসাইট বৃহস্পতিবার এমনই দাবি করে বিভিন্ন নথিও প্রকাশ করেছে। বসুফাইলসডটইনফো নামে ওই ওয়েবসাইট জানায়, ১৯৪৫ সালে একটি অভ্যন্তরীণ রিপোর্ট পাঠিয়ে জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে এবং ১৯৫৬ সালে চূড়ান্ত রিপোর্টের একটি প্রস্তাবনা ভারত সরকারকে হস্তান্তর করে। ভারত (তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল) ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংযুক্ত সেনাবাহিনীর কমান্ডার লর্ড লুইস মাউন্টব্যাটেন এই তথ্য চেয়েছিলেন। ধারণা করা হয় ১৮ আগস্ট নেতাজির মৃত্যু হয়। এর ১২ দিন পর ১৯৪৫ সালের ৩০ আগস্ট মাউন্টব্যাটেনের পক্ষ থেকে জাপান সরকারের কাছ থেকে নেতাজির মৃত্যুর রিপোর্ট চান দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংযুক্ত স্থলবাহিনীর কমান্ডার ডগলাস ম্যাকআর্থার। জাপানের সেনাবাহিনীর ইয়োকোহামা বিভাগ নেতাজির মৃত্যুর খবর দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৯১ বছর বয়সী গোবিন্দ তালওয়ালকার ২০১৫ সালের ২৩ ডিসেম্বর জাপানের আইনসভা ‘ন্যাশনাল ডায়েট’-এর পাঠাগার থেকে নেতাজির মৃত্যু সংক্রান্ত এই তথ্য পেয়েছিলেন। তিনি ‘মহারাষ্ট্র টাইমস’ নামে একটি সংবাদপত্রের সাবেক সম্পাদক ছিলেন। সেই তথ্যই ব্রিটেনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত অন্তর্বর্তী রিপোর্টে জাপানী সরকার বলেছে, তাইহোকুতে (জিাপানী নাম তাইপেই) একটি বিমান দুর্ঘটনায় বসুর মৃত্যু হয়। খবর পিটিআইয়ের।
×