ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর বৃদ্ধিতে উঠে এসেছে ব্যাংক

প্রকাশিত: ০৩:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৬

দর বৃদ্ধিতে উঠে এসেছে ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ব্যাংক খাতের তিন কোম্পানি। এর মধ্যে শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৩৭ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৩৩ লাখ ৮৪ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এ কোম্পানির ৬ কোটি ৬৯ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৮৭ শতাংশ। সমাপ্ত সপ্তাহে শেয়ারটির প্রতিদিন গড়ে ৬ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৩৪ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংকের দর ৮ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। সমাপ্ত সপ্তাহে শেয়ারটির প্রতিদিন গড়ে ২ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৩ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর বৃদ্ধির তালিকায় থাকা মেঘনা সিমেন্টে ১৩ দশমিক ১৯ শতাংশ, ডরিন পাওয়ারে ১১ দশমিক ৫৯ শতাংশ, আইটিসিতে ১০ দশমিক ৬৮ শতাংশ, ফস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টে ৯ দশমিক ৭৬ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টে ৯ দশমিক ০২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালে ৮ দশমিক ৯৭ শতাংশ এবং বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টে ৮ দশমিক ০২ শতাংশ দর বেড়েছে।
×