ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

সাত মাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

প্রকাশিত: ০৩:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৬

সাত মাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আযহার আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের সাথে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৬ দশমিক ১৯ শতাংশ। স্চূকের এই বৃদ্ধিতে গত সাত মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছছে প্রধান বাজারের সূচক। টানা সাত কার্যদিবসে মোট ৭৭.৪৩ পয়েন্ট বেড়েছে। ফলে মোট ৪ হাজার ৬০৪ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইর সার্বিক সূচকটি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আলোচ্য লেনদেন হয়েছে ২ হাজার ৩৬১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ২২৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ১৩৭ কোটি ৬৫ লাখ টাকা। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৯ দশমিক ১৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৬৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৫২ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ১৪ শতাংশ বা ৫২ দশমিক ০৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই ৩০ সূচক বেড়েছে দশমিক ৮৬ শতাংশ বা ১৫ দশমিক ০৪ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৪৮ শতাংশ বা ৫ দশমিক ৩৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির। আর দর কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, সিঙ্গার বিডি, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, ন্যাশনাল টিউবস ও ইউনাইটেড পাওয়ার জেনারেল এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। দর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ব্যাংক এশিয়া, আইএফআইসি, মেঘনা সিমেন্ট, ডরিন পাওয়ার, আইটিসি, ফাস ফাইনান্স, ইসলামিক ফাইনান্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, এবি ব্যাংক ও বিআইএফসি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : জেমিনি সী ফুড, ইউনাইটেড এয়ার, গ্রামীণ ওয়ান স্কিম-২, মডার্ন ডাইং, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ড, কর্নফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৩২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টি কোম্পানির। আর দর কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
×