ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লম্বা ছুটিতে বেনাপোল স্থলবন্দর

প্রকাশিত: ০৩:৫৬, ১১ সেপ্টেম্বর ২০১৬

লম্বা ছুটিতে বেনাপোল  স্থলবন্দর

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ পবিত্র ঈদুল-আযহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটির (৯ দিন) ফাঁদে পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। ফলে স্থবির হয়ে পড়বে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম। আমদানি-রফতানি বাণিজ্যে পড়বে বিরুপ প্রভাব। এমনিতেই বেনাপোল বন্দরে পণ্যজট লেগেই থাকে। লম্বা ছুটির কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সঙ্কট দেখা দিতে পারে। সীমান্তের দুই পাশের ট্রাকজট আরও বাড়বে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। দু’দেশের সিএন্ডএফ এজেন্টস ও বন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। শুক্র ও শনিবার (৯ ও ১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। রবিবার (১১ সেপ্টেম্বর) সরকারের নির্বাহী আদেশে ও সোম, মঙ্গল ও বুধবার (১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর) ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর ও শুল্ক বিভাগ খোলা থাকলেও বন্দরের সকল কর্মকান্ড থাকবে মন্থর। পরের দু’দিন শুক্র ও শনিবার (১৬ ও ১৭ সেপ্টেম্বর) আবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে ছুটি নিয়ে (১৮ সেপ্টেম্বর) অফিসে আসবেন। সে হিসেবে ১৮ সেপ্টেম্বর থেকে কর্মচাঞ্চল্য ফিরে আসবে এ বন্দরে। তবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম চলবে। এদিকে টানা ছুটির কারণে সীমান্তের দু’পাশের বন্দরে ট্রাকজট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও ট্রাকজট রয়েছে। বন্দরে স্থান সংকুলান না হওয়ায় বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও পেট্রাপোল ও কালীতলা টার্মিনালে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়। দীর্ঘ ছুটির কারণে এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকবে ছুটি শেষে। এতে পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হবে।
×