ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়ায় ফের ভারতের সমর্থন

প্রকাশিত: ০৮:০৯, ১০ সেপ্টেম্বর ২০১৬

যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়ায় ফের ভারতের সমর্থন

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়ার প্রতি আবারও পূর্ণ সমর্থন জানিয়েছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশটির এমন অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। এর আগে গত মে মাসে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পরও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছিল দিল্লী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এটা করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের এ প্রক্রিয়ায় বাংলাদেশে ব্যাপক জনসমর্থন রয়েছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেছে ভারত। উল্লেখ্য, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদ- দেয়ার পরে পাকিস্তান ও তুরস্ক এর বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। তবে দেশ দুইটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে নিষেধ করা হয়েছে। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার প্রতি সমর্থন এলো।
×