ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উড়িষ্যায় সেতু থেকে বাস পড়ে ২১ জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:০০, ১০ সেপ্টেম্বর ২০১৬

উড়িষ্যায় সেতু থেকে  বাস পড়ে ২১  জনের মৃত্যু

ভারতের উড়িষ্যার আঙ্গুল জেলায় শুক্রবার একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিচে পড়ে ৪ নারীসহ অন্তত ২১ নিহত ও ৩০ আহত হয়েছেন। দেউলিঝারির কাছে এই দুর্ঘটনা ঘটে। বুধ থেকে ছেড়ে আসা বাসটি আথামল্লিক যাওয়ার পথে পুরুনা মানিত্রিতে একটি সেতু থেকে পড়ে যায়। খবর বাসসর। আঙ্গুলের জেলা কালেক্টর অনিল কুমার সামাল বলেন, আহতদের আথামল্লিকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক অবিলম্বে আহতদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। কর্মকর্তারা জানান, তিনি আহতদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। বাসটিতে আথামল্লিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিল। তাৎক্ষণিকভাবে বাসটি কি কারণে সেতু থেকে নিচে পড়ে গেল তা জানা যায়নি। তবে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে। বাসটি সেতু থেকে প্রায় ৪০ ফুট নিচে পড়ে যায়।
×