ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রতি নীরা কাদরীর কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৭:৫৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীর প্রতি নীরা কাদরীর  কৃতজ্ঞতা

বিডিনিউজ ॥ সদ্যপ্রয়াত কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, ‘প্রয়াত কবির স্ত্রী নীরা কাদরী বলেছেন, শহীদ কাদরীর অন্তিম ইচ্ছা ছিল বাংলাদেশে ফিরে আসার। মৃত্যুর পর কবিকে ব্যক্তিগত উদ্যোগে দেশে ফিরিয়ে আনা এবং বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের ব্যবস্থা করায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।’ গত ২৮ অগাস্ট নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান ৭৪ বছর বয়সী শহীদ কাদরী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে তাকে দেশে এনে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। কলকাতায় জন্ম নেয়া শহীদ কাদরী সাতচল্লিশে দেশভাগের পর বাংলাদেশে আসেন। ১৯৭৮ সালের পর থেকেই বাংলাদেশের বাইরে ছিলেন তিনি।
×