ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেজা নওফল হায়দার

সুরের খেলা ঘরের ভেতর

প্রকাশিত: ০৭:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

সুরের খেলা ঘরের ভেতর

ধরুন, কোন এক অলস দুপুর। আপনার ঘরে বাজছে মজার একটা গান। গানের তালে তালে মনটাও কেমন দোল খেয়ে যায়। কিন্তু গান শোনার যন্ত্রটা যদি জুৎসই না হয়, গানের মজাতেও নিশ্চয় কিছুটা ভাটা পড়ে। গীটার, দোতারা, বেহালা, বাঁশি ও কাওন- অদ্ভুত সব যন্ত্রানুষঙ্গ। সবগুলোর মজাটা আলাদা করে পেতে হলেও তো একটা ভাল মানের সাউন্ড বক্স চাই। শব্দব্যবস্থা যদি ভাল হয়, গানের স্বাদ কেমন যেন পাল্টে যায়। কথা হলো সাউথ ইস্ট শিক্ষার্থী মিরানা জাহানের সঙ্গে। তিনি বলেন, ‘আমার ভাইয়া গীটার বাজায়। কয়েক দিন আগে যখন বিশাল বিশাল সাউন্ড বক্স কিনে ফেলল, আম্মু খুব বকা দিয়েছিল। আমিও ভাবছিলাম, সাউন্ড বক্স তো একটা হলেই হয়। ভাইয়া ঘরের প্রতিটা কোনায় একটা করে সাউন্ড বক্স রেখেছে। এখন ভাইয়ার ঘরে গান শুনতে খুব ভাল লাগে। ভাইয়া না থাকলে আমিও মাঝেমধ্যে শুনি।’ বাসায় গান শোনার জন্য বাজারে পাওয়া যায় নানা ধরনের সরঞ্জাম। সিডি, ডিভিডি প্লেয়ার তো আছেই, অনেকে হোম থিয়েটারে গান শুনতে পছন্দ করেন। সাধারণ সাউন্ড সিস্টেমের আছে নানা ধরন ২ : ১, ৩ : ১, ৫ : ১; অনেকে ৭ : ২ স্পীকারের সাউন্ড সিস্টেম ব্যবহার করেন অনেকে। এটি মূলত সাধারণ শব্দের আউটপুট আর বেইজ এ্যাম্পের সংখ্যার অনুপাত। গানের সঙ্গে বেইজের বিটগুলো চমৎকার ধরা পড়ে বেইজ এ্যাম্পে। অনেকে ঘরের ভেতর ছোট ছোট উফার ব্যবহার করেন, চাইলে তাও করতে পারেন। কথা হলো গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনালের ডিরেক্টর রফিকুল ইসলামের সাথে। তিনি জানান, একটু যতœ নিলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। সাউন্ড বক্স একটু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। অবসর সময়ে বিনোদনের জন্য গান শোনার জন্য বাজারে প্রচলিত সাউন্ড বক্স থেকে ভিন্ন মানের গান শোনার সাউন্ড বক্স বাংলাদেশের সুর প্রেমিদের জন্য গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানের ডিরেক্টর রফিক জনকণ্ঠকে জানান, এই সাউন্ড বক্স তাদের নিজেদের তৈরি যার ফলে ক্রেতারা তাদের কাছ থেকে পণ্য কিনে বিক্রোত্তর সেবা পেতে কোন সমস্য হয় না। এছাড়া ক্রেতাদের গান শোনার জন্য বিশেষ ধরনের সাউন্ড বক্স তারা নিয়ে এসেছেন আইটি বাজারে। বিভিন্ন প্রয়োজনকে মাথায় রেখে ব্লুটুথ,ইউএসবি, এফএম রেডিও, চার্জ সিস্টেম, রিমোট সিস্টেম ও মোবাইল কনফারেন্স সিস্টেম সংযোজন করেছেন সাউন্ড বক্সে। গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির তৈরি সাউন্ড বক্সের দাম ক্রেতাদের হাতের নাগালে। এছাড়াও পণ্যটির সুরেলা ও ক্লিয়ার সাউন্ড আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ। সর্বনিম্ন ৩৫০ টাকা থেকে ১৮ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এই সাউন্ড বক্সগুলো। ঈদের বাড়তি আনন্দে থাকবে আর বাজবে সুরে ছন্দে এমন প্রত্যাশা করেন এই পরিচালক। গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি তাদের পণ্যগুলো সাজিয়ে রেখেছেন তাদের ওয়েবসাইটে। সেখানে রয়েছে প্রয়েজনীয় সেলস প্রতিনিধির নম্বর। প্রয়োজনে হোম ডেলিভারি দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
×