ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেমোরি ডিভাইস হবে নমনীয়

প্রকাশিত: ০৭:১৪, ১০ সেপ্টেম্বর ২০১৬

মেমোরি ডিভাইস হবে নমনীয়

স্মার্টওয়াচের মতো পরিধানযোগ্য ডিভাইস অথবা ফোনের জন্য নতুন একটি মেমোরি ডিভাইস তৈরি করেছেন গবেষক দল। এই মেমোরি ডিভাইসটি মানুষের মস্তিষ্কের নিউরন সংযোগ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বলে জানানো হয়। ডিভাইসটি ধৈর্য ও স্মৃতির সময় এবং নির্ভরযোগ্য কর্মক্ষমতা প্রদান করে বলে জানানো হয়। এ ছাড়াও সম্প্রসারণ ক্ষমতা এবং নমনীয়তার কারণে ডিভাইসটি ভবিষ্যত প্রজন্মের জন্য পোশাক এবং শরীরের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে দারুণ একটি টুল হবে, জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। আমরা যে তথ্যগুলো মনে রাখি সেগুলো মস্তিষ্কের সিন্যাপসের মাধ্যমে এক নিউরন থেকে অন্য নিউরনে ইলেক্ট্রো-কেমিক্যাল সিগনাল হিসেবে স্থানান্তরিত হয়। এই সংযোগ থেকে অনুপ্রাণিত হয়েই দক্ষিণ কোরিয়াভিত্তিক ইনস্টিটিউট ফর বেসিক সায়েন্সের বিজ্ঞানীরা একটি নতুন মেমোরি তৈরি করেছেন। ‘টু-টার্মিনাল টানেলিং র‌্যান্ডম এ্যাকসেস মেমোরি’ (টির‌্যাম) নামের ডিভাইসটিতে দুইটি ইলেক্ট্রোড সিন্যাপসের নিউরনের মতো যোগাযোগ করে বলে জানানো হয়। বর্তমানে ডিজিটাল ক্যামেরা, স্মার্টফোনের মতো ছোট ইলেক্ট্রনিক্স ডিভাইসগুলোয় যে মেমোরি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো থ্রি-টার্মিনাল ফ্ল্যাশ মেমোরি। নতুন এই টু-টার্মিনাল মেমোরিতে পাতলা অনমনীয় অক্সাইড স্তরটির প্রয়োজন পড়ে না। ‘এখন পর্যন্ত ফ্ল্যাশ মেমোরি আরও বেশি নির্ভরযোগ্য এবং ভাল কার্যকর কিন্তু টির‌্যাম আরও বেশি নমনীয় যেটির আকার পরিবর্তন করা যেতে পারে,’ বলেন অধ্যাপক ইউ উ জং। সাংকিউয়ানকান ইউনিভার্সিটির সঙ্গে মিলে মেমোরি ডিভাইসটি তৈরি করেছে সেন্টার ফর ইন্টিগ্রেটেড ন্যানোস্ট্রাকচার ফিসিক্স। সম্প্রসারণ ক্ষমতা এবং নমনীয়তাকে এর মূল দুইটি বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করার পাশাপাশি ভবিষ্যতে এটি পরিধানযোগ্য ডিভাইসে ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র ॥ বিডিনিউজ২৪
×