ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুনতাসির সিয়াম

কলাপাতার ঈদ

প্রকাশিত: ০৭:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৬

কলাপাতার ঈদ

ঈদ মানেই আনন্দ। আর ঈদ-উল-আযহা মানে মুসলিম বিশ্বের কাছে একটু ভিন্নধর্মী আমেজ। কেননা, এই দিনে মুসলমানরা সকালে নামাজ পড়ে এসে তাকওয়া অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকে। এসবের বাইরেও আমার কাছে ঈদ-উল-আযহা একটু বেশিই স্পেশাল। বাবা-মা, চাচা-চাচি, ফুফু-ফুফা, ভাই-বোন সবাইকে নিয়ে আমাদের যৌথ পরিবার। তবে পরিবারের বিভিন্ন সদস্য কর্মস্বার্থে ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে। সারা বছর ভিন্ন ভিন্ন স্থানে থাকলেও এই ঈদে সকলে মিলে গ্রামের বাড়ি জামালপুরে ফিরে আসে। বিভিন্ন রকম আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে রঙিন হয়ে ওঠে আমাদের বাড়ি। কলেজে ভর্তির পর থেকে আমিও দু-বছর যাবত ঢাকায় থাকি। গতবারের ঈদ আমি নানাবাড়ি জয়পুরহাটে করেছিলাম। কিন্তু এইবার ঈদে জামালপুরে যাচ্ছি। ঈদে সবার সঙ্গে একত্রিত হয়ে খুব হৈচৈ করব। তবে এবারের ঈদের হৈচৈ আনন্দটা শুরু হবে ঈদের আগে থেকেই। কারণ, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি ঢাকা থেকে সকলে মিলে একই দিনে রওনা দেব। ট্রেনের টিকেটও এরই মধ্যে কাটা হয়ে গেছে। সবাই একসঙ্গে যেতে যেতে খুব মজা হবে। তাছাড়া প্রতি ঈদে আমি একটু ভিন্ন কিছু করে ঈদের আনন্দটা বাড়িয়ে দিতে চেষ্টা করি। এবারও ঠিক এমন কিছুই ভেবেছি। আমাদের সবারই ঈদের দিন দুপুরবেলা অতি পরিচিত খাবার হচ্ছে পোলাও মাংস। প্রতিবারের মতো এবারও আমরা সব কাজিনরা একসঙ্গে খেতে বসবো। আর আসল মজাটা হচ্ছে আমরা সবাই আলাদা করে প্লেটে না খেয়ে মেঝেতে গোল হয়ে বসে সব খাবার একটা কলাপাতার ওপর রেখে খাব। তবে নিয়ম হবে কেউ নিজে নিজে খেতে পারবে না। সবাই সবাইকে মুখে তুলে খাইয়ে দেবে। যদিও এই ঈদ ভাবনাটা আমার, তবে আশা করছি প্রতিবারের মতন আমার এবারের ভাবনাটাও সবাই বেশ উপভোগ করবে। রাজউক উত্তরা মডেল কলেজ
×