ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাইদ আল মাহমুদ

লাল পাঞ্জাবি পরব

প্রকাশিত: ০৭:১২, ১০ সেপ্টেম্বর ২০১৬

লাল পাঞ্জাবি পরব

এবার আমরা নানাবাড়িতে ঈদ করব। ছোট মামা, বড় মামার সঙ্গে ঈদ মানেই আনন্দ উচ্ছ্বাসে দিন কাটিয়ে দেয়া। নানাবাড়ি ঈদ মানেই বিশেষ কিছু। ছোট মামা আমাদের সবার জন্য ঈদের নতুন জামা কিনেছেন। আমার জন্যে কিনেছেন লাল পাঞ্জাবি। ঈদের সকালে গোসল সেরে ছোট মামার হাত ধরে মামার দেয়া লাল পাঞ্জাবি পরে ঈদগাহে যাব। ঈদগাহ থেকে ফিরে সবাই ব্যস্ত হবো গরু কোরবানির কাজে। আমি ছোট বলে কেউ আমাকে কোন কাজ করতে দিবে না, তবে আমি সারাক্ষণ দূর থেকে দেখব কিভাবে গরু কোরবানি করতে হয়। একদিন আমিও তো বড় হব, আমাকেও গরু কোরবানি করতে হবে তাই না? ছোট মামা বিকেলবেলা শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে যাবেন। মামার সঙ্গে বায়না ধরেছি, আমিও যাব। মামা বলেছেন আমাকে সঙ্গে নিবেন। আমিও অপেক্ষায় আছি। বর্ডার গার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সিলেট শ্রেণী : ৩য়, শাখা-ক, রোলঃ ০৮
×