ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পথসচেতন বিড়াল

প্রকাশিত: ০৫:৩১, ১০ সেপ্টেম্বর ২০১৬

পথসচেতন বিড়াল

রাস্তা পার হতে হবে। তার আগে কখন যে ট্রাফিক বাতির আলোর রঙে পরিবর্তন ঘটবে তার জন্য অধীর অপেক্ষা। তবে সেই অপেক্ষায় মানুষ নয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি বিড়াল। ইংল্যান্ডের ডার্টফোর্ডে গাড়ি চালক জাস্টিন স্ক্রাটনের নজরে আসে এই দৃশ্য। তিনি গাড়ির ক্যামেরায় ধরা পড়া ‘পথসচেতন’ বিড়ালটির ভিডিও ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, রাস্তা পার হওয়ার আগে বিড়ালটি ঠিক জেব্রা ক্রসিংয়ের প্রান্তে দাঁড়িয়ে শান্তভাবে অপেক্ষা করছে। কোন নড়াচড়া নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও সম্পর্কে স্ক্রাটনের মন্তব্য, ‘জেব্রা কসিং ব্যবহার করছে বিড়াল। শুধু ডার্টফোর্ডে।’ ট্রাফিক বাতির আলোর রঙের পরিবর্তন হলে বিড়ালটি রাস্তার এদিক ওদিক খেয়াল করে দুই লেনের রাস্তা জেব্রা কসিং দিয়ে পার হয়। স্ক্রাটন বিড়ালটির সঠিকভাবে ট্রাফিক নিয়ম মানা দেখে বিস্মিত হন। -ইউপিআই
×