ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরজীবীর নাম ওবামা

প্রকাশিত: ০৫:৩১, ১০ সেপ্টেম্বর ২০১৬

পরজীবীর নাম ওবামা

যুক্তরাষ্ট্রের গবেষকরা একটি নতুন পরজীবীর নাম রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নামে। প্যারাসাইটোলজি জার্নালে সায়েন্টিফিক ট্যাক্সোনমিতে নতুন প্রজাতির এই পরজীবী অন্তর্ভুক্ত হয়েছে ‘বারাকট্রেমা ওবামাই’ হিসেবে। জার্নালটির সহলেখক ও প্রেসিডেন্ট ওবামার চাচাত ভাই থমাস আর প্লাট এই নাম বেছে নেন। তিনি মনে করেন, প্রেসিডেন্ট এটিকে অপমান নয়, সম্মান হিসেবেই বিবেচনা করবেন। প্লাট ৩২টি নতুন প্রজাতির পরজীবী আবিষ্কার করেছেন। অতীতে তিনি এগুলোর নাম রেখেছেন তার শ্বশুর, ডক্টরেট উপদেষ্টা ও অন্যান্য মানুষের নামে, যাদের তিনি বিশেষ সম্মানের চোখে দেখেন। তিনি বলেন, অনেক মানুষ তাদের নামে পরজীবীর নামকরণ করতে হাজার হাজার ডলার খরচ করে। প্লাট জানান, বারাকট্রেমা ওবামাই কচ্ছপদের শরীরে থাকে। এটি মানবদেহে কঠিন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে কচ্ছপদের কোন ক্ষতি করে না। জার্নালটির সম্পাদক জীববিজ্ঞানী মাইকেল সুকেডু জানান, পরজীবীরা শান্ত, যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এরা আমাদের চারদিকেই রয়েছে। প্রেসিডেন্ট ওবামার নামে ইতোমধ্যে মাকড়সা, মাছ, এমনকি বিলুপ্ত ডাইনোসরের নাম রয়েছে। -এবিসি নিউজ
×