ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় অপহৃত শিশু রাজশাহীতে উদ্ধার ॥ দম্পতি আটক

প্রকাশিত: ০৫:৩০, ১০ সেপ্টেম্বর ২০১৬

আশুলিয়ায় অপহৃত শিশু রাজশাহীতে উদ্ধার ॥ দম্পতি  আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঢাকার আশুলিয়া থেকে অপহৃত এক শিশুকে রাজশাহীর নওদাপাড়া থেকে উদ্ধার করেছে র‌্যাব রাজশাহীর সদস্যরা। শুক্রবার দুপুরে রাজশাহীর নওদাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একইসঙ্গে অপহরণকারী দম্পতিকে আটক করা হয়। উদ্ধার হওয়া শিশুর নাম সিয়াম (৬)। সে আশুলিয়া এলাকার ওয়াসিম ভুঁইয়ার ছেলে। আটককৃতরা হলো, রাজশাহীর কাটাখালী এলাকার আব্দুল হাদি ওরফে শিবলী ও তার স্ত্রী শেফালি বেগম। র‌্যাব রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের কম্পানি কমান্ডার মোবাশ্বের রহিম বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, শিবলী ও তার স্ত্রী শেফালি বেগম আশুলিয়ায় এক বাড়িতে ভাড়া থাকতেন। একই ফ্লাটে ভাড়া থাকতেন ওয়াসিম ভুঁইয়া। গত ৭ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই দম্পতি সিয়ামকে অপহরণ করে। পরে ওয়াসিম ভুঁইয়া আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। এছাড়াও র‌্যাব সদস্যদের বিষয়টি অবগত করেন। সিয়ামকে অপহণের পর অপহরণকারী শিবলী তার বাবা ওয়াসিমের মোবাইলের ফোন করে জানায় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ১৩ লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেয়া হবে। টাকা না দিলে সিয়ামকে হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি ওয়াসিম ভুঁইয়া র‌্যাব ও আশুলিয়া থানা পুলিশকে জানালে তারা অপহরণকারী শিবলীর মোবাইল ট্যাগ করে রাজশাহী র‌্যাব-৫-এর সদস্যদের বিষয়টি জানান। পরে রাজশাহী র‌্যাবের সদস্যরা অভিযান শুরু করে। অপহরণের পর শিশু সিয়ামকে নিয়ে তারা বিভিন্নস্থানে অবস্থান করে বলে জানায় র‌্যাব। একইসঙ্গে তার বাবাকে মুক্তিপণের টাকার জন্য বার বার চাপ দেয়। শুক্রবার দুপুরে রাজশাহী র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করে এবং শিশু সিয়ামকে উদ্ধার করে।
×