ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী বুধবার কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী বুধবার কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ দিনের সরকারী সফরে কানাডা ও যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার থেকে পর্যায়ক্রমে তিনি এই দুই দেশে সফর করবেন। কানাডার মন্ট্রিয়েলে অনুষ্ঠেয় ৫ম বিশ্ব তহবিল পুনর্গঠন সম্মেলনে যোগ দিতে ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ভিভিআইপি ফ্লাইট নং- বিজি-০১৫) ফ্লাইটে মন্ট্রিয়েলের উদ্দেশে রওনা হবেন। ওই দিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। লন্ডনে একদিন যাত্রা বিরতির পর তিনি মন্ট্রিয়েল যাবেন। মন্ট্রিয়েলে ১৬ ও ১৭ সেপ্টেম্বর (শুক্রবার-শনিবার) ৫ম বিশ্ব তহবিল পুনর্গঠন সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি কানাডা প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এরপর নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এয়ার কানাডার ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া নিউইয়র্কে স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যাবেন। সেখানে ৪ দিন অবস্থানের পর ২৫ সেপ্টেম্বর তিনি দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
×