ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিক স্বীকৃতি পেল আওয়ামী লীগের টুইটার এ্যাকাউন্ট

প্রকাশিত: ০৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৬

আনুষ্ঠানিক স্বীকৃতি পেল আওয়ামী লীগের টুইটার এ্যাকাউন্ট

বিশেষ প্রতিনিধি ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগের টুইটার এ্যাকাউন্টটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। টুইটার কর্তৃপক্ষের স্বীকৃতির নিদর্শন হিসেবে এই পেজের প্রোফাইলের ছবির সঙ্গে আওয়ামী লীগ নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে। এতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড এ্যাকাউন্ট’ লেখা ভেসে উঠছে। আওয়ামী লীগের নামে টুইটারে অন্য যে কোন পাতা থাকলেও এখন কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। ‘অধিসর খবধমঁব@ধষনফ১৯৭১’ এ্যাকাউন্টটিই তাদের টুইটারে মুখপত্র হিসেবে কাজ করবে। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার টুইটারে যাত্রা শুরুর কয়েক দিনের মধ্যেই আওয়ামী লীগের টুইটার পাতাটির স্বীকৃতি এলো। দুই বছর আগে খোলার পর বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের টুইটার পাতাটির ফলোয়ারের সংখ্যা ইতোমধ্যেই ২৪ হাজার ছাড়িয়েছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ফেসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলোতেও সক্রিয়।
×