ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সপরিবারে ওমরাহ পালন

প্রকাশিত: ০৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৬

খালেদা জিয়ার সপরিবারে ওমরাহ পালন

স্টাফ রিপোর্টার ॥ ওমরাহ পালন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা ছিলেন। মক্কায় সপরিবারে ওমরা পালন শেষে মসজিদুল হারামে নামাজ আদায় করেন তিনি। ৭ সেপ্টেম্বর বুধবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সঙ্গে সৌদি আরব যান তার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ কামাল তাজ, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা। ওইদিন রাত ১২টায় তিনি জেদ্দা পৌঁছেন। পরদিন ভোর ৫টায় লন্ডন থেকে জেদ্দায় এসে মিলিত হন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বৃহস্পতিবার তারা জেদ্দা থেকে মক্কায় যান। দেশবাসীকে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। খালেদা জিয়া বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ-উল-আযহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে। তাই হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
×